Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৮, ২০২৩

‘গণতন্ত্রের জন্য প্রাণঘাতী’-বিচারপতি নিয়োগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে মন্তব্য প্রাক্তন বিচারপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
‘গণতন্ত্রের জন্য প্রাণঘাতী’-বিচারপতি নিয়োগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রসঙ্গে মন্তব্য প্রাক্তন বিচারপতির

বিচারপতি নিয়োগ বা কলেজিয়াম নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজুর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করলেন প্রাক্তন বিচারপতি রোহিনটন এফ নরিম্যান। শুক্রবার এক জনসভায় বিচারবিভাগের কাজে সরকারের হস্তক্ষেপ নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। তিনি বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন যে, কলেজিয়াম যে নাম সুপারিশ করেছে তা যদি আটকে দেওয়া হয় তাহলে তা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিচারবিভাগের স্বাধীনতা গণতন্ত্রের এক অন্যতম শর্ত বলে জানান তিনি। সরকারকে তিনি ৩০ দিন সময় দেওয়ার কথা বলেন যাতে তাঁরা কলেজিয়ামের সুপারিশ গুলো বিচার বিবেচনা করে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়। প্রসঙ্গত, ২০২১ সালে অবসর নেওয়ার আগে তিনিও কলেজিয়ামের সদস্য ছিলেন।

এদিন তিনি কিরণ রিজিজুর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে আরও বলেন যে, ভুল হোক বা ঠিক, আদালতের সিদ্ধান্তকে গ্রহণ করাই সরকারের দায়িত্ব। কেন্দ্রীয় আইন মন্ত্রীকে স্মরণ করেইয়ে দিয়েছেনভারতে সংবিধানের দুটি মৌলিক দিক আছে। যার মধ্যে প্রথমটি হল পাচ জন বিচারকের একোটি সাংবিধানিক বেঞ্চ সংবিধানের বিভিন্ন ধারাগুলোর ওপর আলোচনা করেন, ব্যাখ্যা দেন। ১৪৫ নম্বর ধারা তিন উপধারা উল্লেখ করে তিনি বলেন যে, এই বেঞ্চ যা সিদ্ধান্ত নেবে তাই শাসন বিভাগ তথা সরকাররের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ও নাগরিকদের তা মেনে চলতে হয়। পছন্দ না হলেও সেই আইনের বিভিন্ন ধারা ও উপধারার অমান্য করা যায় না। সেই রায়ের দেশের সবাই একমত না হয়েই পারেন কিন্তু শাসন ক্ষমতায় যিনি থাকবেন তার দায়িত্ব হল সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী কাজ করবার।নাম না করে জগদীপ ধনকড়ের মন্তব্যেরও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়গুলোকে ‘খারাপ নজির’ বলার প্রেক্ষিতে উপরাষ্ট্রপতির মন্তব্যের সমালোচনা করেন তিনি।

কয়েকদিন আগে আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি সোধির ভিডিওকে সামনে এনে তিনি বলেন যে সুপ্রিম কোর্টের আচরণ অত্যন্ত উদ্বেগের। বিচারপতি নিয়োগের যে সুপারিশ কলেজিয়াম করেছিল তা বাতিল করে দেয় কেন্দ্র। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আনে সুপ্রিম কোর্ট। বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে সংবিধানকে উপেক্ষা করছেন সুপ্রিম কোর্ট বলে মন্তব্য করেন তিনি। তার আগে প্রধান বিচারপতিকে চিঠি লিখে কলেজিয়ামে সরকারের প্রতিনিধি নিয়োগের সুপারিশ করেছিলেন রিজিজু। তাঁর এই সমস্ত কার্যকলাপ যে গণতন্ত্রের জন্য ভালো ইঙ্গিত নয় তাই এদিন স্মরণ করিয়ে দিলেন নরিম্যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!