Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুন ৬, ২০২৪

জাতিসংঘের পরিচালিত গাজার স্কুলে ইজরায়েলি বিমান হামলা, নিহত ২৭

আরম্ভ ওয়েব ডেস্ক
জাতিসংঘের পরিচালিত গাজার স্কুলে ইজরায়েলি বিমান হামলা, নিহত ২৭

গাজায় জাতিসংঘের পরিচালিত এক স্কুলে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। এই বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছেন। অনেকেই আহত। ইজরায়েলের দাবি, হামলায় বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী মারা গেছেন।

গাজার মধ্যাঞ্চলে নুসেইত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা এই স্কুলটি পরিচালনা করত। যুদ্ধের কারণে এই স্কুল বিল্ডিংয়ে বেশকিছু বাস্তুচ্যুত শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছিল। ইজরায়েলের দাবি, মধ্য গাজার নুসিরাতের জাতিসংঘের পরিচালিত এই স্কুলে হামাসের লুকানো কমান্ড পোস্ট রয়েছে। এই স্কুল বিল্ডিংটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজয়েলের ওপর হামলার সাথে জড়িত হামাস যোদ্ধাদের রাখা হয়েছিল। সেই হামাস যোদ্ধাদের খতম করেই ইজরায়েল বিমান হামলা চালায়।

ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, বিমান হামলার আগে বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল–থাওয়াবতা ইসজয়েলের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘‌কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে পরিচালিত নৃশংস অপরাধকে ঢাকা দেওয়ার জন্য ইজরায়েল সামরিকবাহিনী মিথ্যে গল্পের আশ্রয় নিয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!