Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৯, ২০২৩

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১৫০০০। ক্রমশই ধ্বংসস্তূপের নীচে থেকে কমছে প্রাণের আকুতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, স্বীকার এরদোগান প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১৫০০০।  ক্রমশই ধ্বংসস্তূপের নীচে থেকে কমছে প্রাণের আকুতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে,  স্বীকার এরদোগান প্রশাসনের

ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করল তুরস্কের এরদোগান সরকার। সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রবল শীতের মধ্যে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে। কিন্তু সমস্যা সমাধানে উদ্যোগী প্রশাসন।

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন ১৫০০০-এরও বেশি। আহত ৩৫০০০। এরকম পরিস্থিতিতে বিপন্ন মানুষকে উদ্ধার করবার ব্যাপারে প্রশাসনিক ব্যর্থতা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার সম্মুখীন হয়েছে সরকারী নীতি। বুধবার রাষ্ট্রপতি এরদোগান প্রত্যুত্তরে জানান, বিপর্যয় মোকাবিলায় নিঃসন্দেহে সরকারের ত্রুটি-বিচ্যুতি রয়েছে। কারণ এত বড় বিপর্যয়ের সম্মুখীন আগে হয়নি দেশ। প্রশাসন সূত্রে দাবি, বহু জায়গায় রাস্তায় ফাটল দেখা দেওয়ায় ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। তাঁর সঙ্গে প্রবল ঠাণ্ডা আর বৃষ্টিতে উদ্ধারকার্য চালাতে গিয়ে প্রবল সমস্যার মুখে পড়ছেন তাঁরা।ফলে যথাসময়ে সহায়তা না পাওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

সোমবার থেকে শুরু হওয়া তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের প্রভাব পড়েছে ভূগর্ভের অবস্থিত বেগবান পাতগুলোর ওপর। বিশেষজ্ঞদের ধারণা, প্রায় ১০ মিটার পর্যন্ত সরে গিয়েছে তুরস্কের নিচে অবস্থিত পাতটি। ইটালির বিখ্যাত এক গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক অবশ্য ভিন্ন কথা বলেছেন। ভূমিকম্প সংক্রান্ত যেসব তথ্য এখনও তাঁরা পেয়েছেন তাতে মনে করা হচ্ছে, সিরিয়ার তুলনায় তুরস্কের পাত ৫-৬ মিটার পর্যন্ত সরে গিয়ে থাকতে পারে।

তুরস্ক -সিরিয়ার ভূমিকম্প মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছে গোটা বিশ্ব। যোগ দিয়েছে মিত্র দেশ ভারতও। উদ্ধারকার্য চালাতে তুরস্ক গিয়েছে ভারতের প্রথম দফার বিপর্যয় মোকাবিলা দল। তাদের মিশনের নাম ‘অপারেশন দোস্ত’।  বুধবার পররাষ্ট্র দফতরের সচিব সঞ্জয় ভার্মা জানাচ্ছেন, উদ্ধারকার্য চলাকালে ৭৫ জন প্রবাসী ভারতীয়র খবর পেয়েছেন তাঁরা। এনাদের মধ্যে অন্তত ১০ জন প্রত্যন্ত এলাকায় আটকে পড়ে রয়েছেন। একজনের খবর এখনও তাঁরা পাননি। তাঁর দাবি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ অবস্থায় রয়েছেন।


  • Tags:

Read by: 93 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!