- দে । শ
- মে ১৯, ২০২৩
ইতালিতে ভূমিধস ও বন্যা। বিপর্যস্ত বহু, মৃত ৯, গৃহহারা ২০ হাজার মানুষ

ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত ইতালি। বহু মানুষ গৃহহারা। প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৯ জনের বেশি। ইতালির উত্তরাঞ্চলের এমিলিয়া-রোমাগনা প্রদেশে একটানা ভারী বৃষ্টির জেরেই ভয়াবহ ভূমিধস ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।গত ১০০ বছরে এমন ভয়ঙ্কর প্লাবনের সম্মুখীন হয়নি দক্ষিন মধ্য ইউরোপের এই দেশ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এমিলিয়া-রোমাগনা জুড়ে প্রায় ২৮০টি ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪১টির বেশি শহর। একটি সেতুও ভেঙে পড়েছে। জল জমেছে রেলপথেও। যার জেরে একাধিক শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন এখনও পর্যন্ত ৯ জন, সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গৃহহারা হয়েছেন কুড়ি হাজারের চাইতেও বেশি মানুষ।
ইতালির কেন্দ্রীয় সরকারের অসামরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ৩৬ ঘণ্টায় এমিলিয়া-রোমাগনায় বাৎসরিক গড় যা বৃষ্টিপাত হয় তার অর্ধেকেরও বেশি বৃষ্টি ইতিমধ্যে হয়েছে। যার ফলে নদীর জলস্তর বেড়ে গেছে স্বাভাবিকের চাইতে অনেকটা বেশি। আর এই জলস্তর বৃদ্ধির ফলেই ভেসে গেছে হাজার হাজার একর কৃষি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি। ওই দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যে হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের প্লাবিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে।
❤ Support Us