Advertisement
  • দে । শ
  • মে ২২, ২০২৪

রিভিউয়ে বাড়ল নম্বর, মেধা তালিকায় দশমে উঠে এল কেতুগ্রামের দেবপ্রিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
রিভিউয়ে বাড়ল নম্বর, মেধা তালিকায় দশমে উঠে এল কেতুগ্রামের দেবপ্রিয়া

উচ্চমাধ্যমিকের মেধা তালিকা বদলে দিল দেবপ্রিয়া। মার্কশিটের নম্বরে মন ভরেনি। তাই রিভিউ করতে দিয়েছিল। ফল বেরতে দেখা গেল, কেতুগ্রামের নিরোল উচ্চবিদ্যালয়ের ছাত্রী দেবপ্রিয়া দত্তর ৬ নম্বর বাড়ল। পেয়েছিল ৪৮১। হল ৪৮৭ নম্বর। এর ফলে মেধা তালিকায় দশম স্থান করে নিল দেবপ্রিয়া। তার এই ফলে স্কুলের সঙ্গে এলাকার সকলেই  গর্বিত। দেবপ্রিয়া উচ্চমাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করার খবর পেয়ে তার বাড়িতে যান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহেনওয়াজ। দেবপ্রিয়াকে মানপত্র দিয়ে সম্মান জানান। ছিলেন এলাকার গুণীজন।  উচ্চমাধ্যমিকে ফল ঘোষণার  সময়  পূর্ব বর্ধমমান জেলায় ৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছিল। কাটোয়া মহকুমায় ছিল মেঝিয়ারি সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া অন্তরা শেঠ। ৪৮৭ নম্বর পেয়ে  দশম স্থান অধিকার করে অন্তরা। এখন অন্তরার সঙ্গী হল এই মহকুমারই কেতুগ্রামের দেবপ্রিয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!