- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৩, ২০২৪
নির্বাচনী অভিষেকেই বাজিমাত, রাহুলের রেকর্ড ভেঙে ওয়েনাড়ে ৪ লাখেরও বেশি ভোটে জয় প্রিয়াঙ্কার

সংসদীয় রাজনীতিতে নেমে অভিষেকেই বাজিমাত। রাহুল গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা। ৪ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই) প্রার্থী সত্যেন মোকেরিকে। প্রিয়াঙ্কা পেয়েছেন ৬২২৩৩৮ ভোট।
২০১৯ লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনাড় আসনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। এই কেন্দ্রে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিলেন রাহুল। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী পিপি সুনীরকে ৪৩১৭৭০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এই ব্যবধান ছিল ভারতের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের মধ্যে অন্যতম। রাহুল গান্ধী পেয়েছিলেন ৬০৬৩৬৭ ভোট। পিপি সুনীর পেয়েছিলেন ২ লাখ ৭৪ হাজার ৫৯৭ ভোট।
২০২৪ সালের নির্বাচনে দুটি আসনে লনাই করেছিলেন রাহুল গান্ধী। রায়বেরিলি ও ওয়েনাড়ে। দুটি আসনেই জয়লাভ করেন। ওয়েনাড়ে রাহুল গান্ধী সিপিআই–এর অ্যানি রাজাকে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। রাহুল গান্ধী পেয়েছিলেন ৬৪৭৪৪৫ ভোট। অন্যদিকে, সিপিআই–এর অ্যানি রাজা পেয়েছিলেন ২৮২৯৯০ ভাট। আর বিজেপি প্রার্থী সুরেন্দ্রন ১৪১০৪৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
দুটি আসনে জয়লাভ করার পর ওয়েনাড় আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। উপনির্বাচনে কংগ্রেস এই আসনে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করায়। এই প্রথম ভোটের আসরে নামেন প্রিয়াঙ্কা। আর ভোটের ময়দানে অভিষেকেই বাজিমাত। ৬ লক্ষেরও বেশি ভোট পেয়ে উপনির্বাচনে জয়লাভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি মোট ৬২২৩৩৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টির সত্যেন মোকেরি ২.১১৪০৭ ভোট পেয়েছেন। অন্যদিকে, বিজেপি–র নভ্যা হরিদাস ১.০৯৯৩৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ৭৪ শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল। আর এবারের উপনির্বাচনে ভোটের হার ছিল ৬৫ শতাংশ। কম ভোট পড়া সত্ত্বেও প্রিয়াঙ্কার ৪ লক্ষেরও বেশি ভোটে জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
❤ Support Us