Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১২, ২০২৩

আইপিএলে নিলামে ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ জন ক্রিকেটারের

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলে নিলামে ভাগ্য নির্ধারিত হবে ৩৩৩ জন ক্রিকেটারের

১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ২০২৪ আইপিএলের মিনি নিলাম। মোট ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। ৩৩৩ জনের মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার ও ১১৯ জন বিদেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ২ জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা ১১৬। আনক্যাপড ক্রিকেটার রয়েছেন ২১৫ জন।
মোট ১১৬৬ জন ক্রিকেটার প্রাথমিকভাবে আইপিএলের মিনি নিলামের জন্য নাম নথিভূক্ত করেছিলেন। তার মধ্যে থেকে ৩৩৩ জনকে বেছে নেওয়া হয়েছে। ৩৩৩ জনের মধ্যে ৭৭ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। এদের মধ্যে ৩০ জন বিদেশি ও ৪৭ জন দেশীয় ক্রিকেটার। চেন্নাই সুপার কিংস ৩ বিদেশিসহ ৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। দিল্লি ক্যাপিটালস ৪ বিদেশিসহ ৯ জনকে, গুজরাত টাইটান্স ২ বিদেশিসহ ৮ জনকে, কলকাতা নাইট রাইডার্স ৪ বিদেশিসহ ১২ জনকে দলে নিতে পারবে।
লখনউ সুপার জায়ান্টস ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। এদের মধ্যে ২ জন বিদেশি। মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস ৮ জন করে ক্রিকেটারকে দলে নিতে পারবে। মুম্বইয়ে ৪ বিদেশির জায়গা খালি রয়েছে, রাজস্থানে ৩ ও পাঞ্জাব কিংসে ২ জন । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ বিদেশিসহ মোট ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে।  সানরাইজার্স হায়দরাবাদের ৩ বিদেশিসহ ৬ জনের জায়গা খালি আছে। ১০টি ফ্র‌্যাঞ্চাইজি মোট ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে।
বিদেশিদের মধ্যে ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রদের নিয়ে ঝড় উঠতে পারে। এদের মধ্যে সবথেকে বড় আকর্ষণ বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করা ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারই বেস প্রাইস রেখেছেন২ কোটি টাকা। মোট ১৩ জন ক্রিকেটার ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন। রাচিন রবীন্দ্র বেস প্রাইস রেখেছেন ৫০ লক্ষ টাকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শার্দূল ঠাকুর, হর্ষাল প্যাটেল ও উমেশ যাদব।
কোন দলের হাতে কত টাকা আছে তা এক নজরে দেখে নেওয়া যাক:‌  চেন্নাই সুপার কিংস ৩১.৪ কোটি, দিল্লি ক্যাপিটালস ২৮.৯৫ কোটি, গুজরাট টাইটান্স ৩৮.১৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স ৩২.৭ কোটি, লখনউ সুপার জায়ান্টস ১৩.১৫ কোটি, মুম্বই ইন্ডিয়ান্স ১৭.১৫ কোটি, পাঞ্জাব কিংস ২৯.১ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২৩.২৫ কোটি, রাজস্থান রয়্যালস ১৪.৫ কোটি ও সানরাইজার্স হায়দরাবাদ ৩৪ কোটি টাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!