- দে । শ
- নভেম্বর ২৯, ২০২৪
একুশের ভোটের কাজের বকেয়া কোটি টাকা। ধর্নায় ডেকরেটর, খাবার ব্যবসায়ীরা

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কাটোয়ার মহকুমাশাসক-সহ বিডিও অফিসগুলিতে ডেকরেটরের কাজ, খাবার সরবরাহ-সহ বিভিন্ন কাজের টাকা মেলেনি আজও। সেই পরিমাণ কোটি টাকার উপর। ৩ বছর পার হওয়া সত্ত্বেও বকেয়া না মেলায় পরিবারের লোকজনদের নিয়ে কাটোয়ার মহকুমাশাসকের কার্যালয়ের সামনে ধরনা কর্মসূচি পালন করলেন প্রাপকরা। মহকুমাশাসককে স্মারকলিপি দিলেন। এতদিন বাদেও টাকা না মেলায় হতাশ ডেকরেটর ব্যবসায়ী বৃন্দাবন ঘোষ, অনুভব ব্যানার্জি, খাবার সরবরাহকারী অলোক দত্তরা বললেন, ‘বকেয়া টাকা মেটানোর জন্য ৩ বছর ধরে এসডিও অফিসে যাতায়াত করতে করতে জুতোর শুকতলা ক্ষয়ে গিয়েছে।’
একুশের বিধানসভা ভোটে কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার স্ট্রং রুম সাজানো-সহ অস্থায়ী পরিকাঠামো তৈরি করেন বৃন্দাবন। তাঁর পাওনা সাড়ে ১৪ লক্ষ টাকা। আরেক ডেকরেটর ব্যবসায়ী অনুভব ব্যানার্জির পাওনা ৩৬ লাখ টাকা। খাবার সরবরাহের দায়িত্বে থাকা অলোক দত্ত পাবেন ১৯ লক্ষ টাকা। অলোকবাবু বলছিলেন, ‘আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার জন্য অর্থের খুবই প্রয়োজন। অথচ বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছ। এই টাকাটা পেলে খুবই কাজে লাগত।’ বৃন্দাবনবাবুর কথায়, ‘বিশ্বাস করে কাজ করেছিলাম। সেই বিশ্বাসের মাশুল গুনছি। টাকা চাইতে এসে দুর্ব্যবহারের শিকার হয়েছি। ৩ বছর হয়ে গেল, আর কবে পাব টাকা?’ মহকুমাশাসক অহিনসা জৈন বিষয়টি ‘খতিয়ে দেখা’র আশ্বাস দিয়েছেন।
❤ Support Us