Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ১৭, ২০২৩

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মিথিলি। পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

আরম্ভ ওয়েব ডেস্ক
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মিথিলি। পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে উৎপন্ন নিম্নচাপ ক্রমশই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । শুক্রবার সন্ধেয় একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের । ঘূর্ণিঝড়ের নাম ‘মিধিলি’। নামকরণ মলদ্বীপের । ঘণ্টায় ৮০ কিমি বেগে স্থলভাগের দিকে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । ইতিমধ্যে জারি করা হয়ছে সতর্কতা ।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে । যা বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে । শুক্রবার সন্ধের মধ্যে এটি শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হয়ে শনিবার কাকভোরে মিধিলির বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা । এটির সম্ভাব্য ল্যান্ডফল বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনও জায়গায় । সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ৭৫ থেকে ৮০ কিলোমিটার হবে ।

পশ্চিমবঙ্গে শুক্র ও শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় । বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হালকা থেকে মাঝারি বৃষ্টিতে হবে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান ।
শুক্রবার বিকেল ৩টের পর থেকে শনিবার বেলা ২টো পর্যন্ত ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সুন্দরবন লাগোয়া বিস্তীর্ণ এলাকায় । এরমধ্যে রয়েছে নামখানা, বাসন্তী, গোসাবা, ক্যানিং, ঝড়খালি, গদখালি, সাগর দ্বীপ, সন্দেশখালি সহ বিস্তীর্ণ এলাকায় । দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!