- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
‘বাফটা’র উপস্থাপনায় বেকহ্যাম, কেট ব্ল্যানচেট, দুয়া লিপার সঙ্গে একই মঞ্চে দীপিকা
অনন্য সম্মান পেলেন ভারতীয় অভিনেত্রে দীপিকা পাড়ুকোন। আসন্ন বাফটার (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেতা কেট ব্ল্যানচেট এবং গায়িকা দুয়া লিপার সঙ্গে তিনি অনুষ্ঠান পরিচালনা করবেন। আগামী ১৯ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্বের তিন তারকা একটা করে পুরস্কার উপস্থাপনা করবেন। তবে কোন ক্যাটাগরির পুরস্কার উপস্থাপনা করবেন তা অবশ্য এখনও জানানো হয়নি। প্রাক্তন বিজয়ী এমা ম্যাকে এবং জ্যাক ও’কোনেল ‘দ্য রাইজিং স্টার’ অ্যাওয়ার্ড উপস্থাপন করবেন। ফোবি ডাইনেভর, আয়ো এদেবিরি, জ্যাকব এলর্ডি, মিয়া ম্যাককেনা–ব্রুস এবং সোফি ওয়াইল্ড এই বছরের পুরস্কার পাওয়ার লড়াইয়ে রয়েছেন। দীপিকারা ছাড়াও উপস্থাপকদের মধ্যে রয়েছেন হিউ গ্রান্ট, লিলি কলিন্স, অ্যাডজোয়া আন্দোহ, এমা করিন, গিলিয়ান অ্যান্ডারসন, হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবা।
‘বাফটা’ অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পেয়ে গর্বিত দীপিকা। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘কৃতজ্ঞতা।’ বড় আসরে উপস্থাপনার দায়িত্ব দীপিকার কাছে এই নতুন নয়। ২০২৩ সালে তিনি অস্কার পুরস্কারও উপস্থাপন করেছিলেন। ব্যারি কেওগান, ব্র্যাডলি কুপার, কেরি মুলিগান, সিলিয়ান মারফি , গ্রেটা গারউইগ, ক্রিস্টোফার নোলান, সেলিন সং এবং ইয়োরগোস ল্যান্থিমোসের মতো সেলিব্রিটিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
❤ Support Us