Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৯, ২০২২

দেশ জুড়ে ‘পাঠান’ বিতর্কের আবহেই পোশাকের জন্য ফের ট্রোলড দিপীকা

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশ জুড়ে  ‘পাঠান’ বিতর্কের আবহেই পোশাকের জন্য ফের ট্রোলড দিপীকা

পাঠান বিতর্কের মাঝেই দীপিকার পালকে নয়া মুকুট। বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করলেন বলিউডের ‘মস্তানি’।

রবিবার ফাইনাল ম্যাচের আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিশ্বকাপের ট্রফি উদ্বোধনের জন্য উপস্থিত হন কাতারের লুসেইল স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে দীপিকার সাথে যোগ দেন স্পেনের ফুটবলার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী বিশ্বকাপ ফাইনালের ট্রফি উন্মোচনে অংশ গ্রহণ করলেন।

দীপিকার এই বিরল দৃষ্টান্ত সৃষ্টির দিনেও তাঁর পরিহিত পোষাকই নেট নাগরিকদের একাংশের আলোচনার বিষয় হয়ে থাকল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর এদিনের পরিহিত পোশাককে নিয়ে তির্যক মন্তব্য  করেছেন। প্রসঙ্গত, তিনি এদিনের অনুষ্ঠানে একটি চামড়ার জ্যাকেট পরে এসেছিলেন। খয়েরি রংয়ের অভিনব এই জ্যাকেটটি পরায় নেট নাগরিকদের অনেকেই এটাকে প্লাস্টিকের জ্যাকেট বলে মন্তব্য করেছেন । আর জানতে চেয়েছেন তা পরিধানের কারণ।

প্রসঙ্গত,দীপিকা একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যাণ্ড লুই ভুঁইতোর গ্লোবাল অ্যাম্বাসাডার। তাদের তৈরি পোশাক পরেই এসেছিলেন এদিনের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।পাঠান সিনেমায় তাঁর পোশাক ঘিরেই বিক্ষোভ জানাচ্ছে দেশের রক্ষণশীল অংশের মানুষ । সেই আবহে আবার তাঁর পরিহিত পোশাক নিয়ে বিতর্ক ফুটবলের ময়দানকেও স্পর্শ করল বলে বলছে সিনে প্রেমীদের একাংশ।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!