Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৩

“সংসদের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী”, নতুন সংসদ ভবন উদ্বোধন বিতর্কে মোদির পাশে রাষ্ট্রপতি

আরম্ভ ওয়েব ডেস্ক
“সংসদের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী”, নতুন সংসদ ভবন উদ্বোধন বিতর্কে মোদির পাশে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে নতুন সংসদ ভবন উদ্বোধন না করানোর জন্য দেশের ২০টি বিরোধী দল নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট করেছে। তাঁদের বক্তব্য ছিল রাষ্ট্রপতি নয় কেন ? কেন প্রধানমন্ত্রী নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন? এই নিয়ে তৈরি বিতর্কের  জেরে ওই অনুষ্ঠান বয়কট করে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ২০টি বিরোধী দল। এরই মধ্যে বিবৃতি দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানের প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে একটি বার্তায় তিনি লেখেন, “আমি খুশি যে প্রধানমন্ত্রী নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন। তিনিই সংসদের আস্থার প্রতীক।” তাঁর কথায়, “আমাদের সংবিধান যাঁরা তৈরি করেছিলেন, তাঁরা এটাই কল্পনা যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সদস্যদের আইনি বিবেক-বিবেচনা দিয়ে প্রতিষ্ঠিত হবে এই দেশ।”

রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবন উদ্বোধন না করানোর প্রতিবাদে ২৮ মে  ২০টি রাজনৈতিক দল নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করে। বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতির পদকে অসম্মান করেছে শাসকদল। সংবিধানের আত্মার ওপর আঘাত এটা। তবে সেই বিতর্কের মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “নয়া সংসদ ভবনের উদ্বোধনের ঘটনাটি গোটা দেশের জন্য গর্বের ও আনন্দের বিষয়।”  তিনি লেখেন, “বহু রূপান্তরমূলক পরীক্ষা-নিরীক্ষার সাক্ষী থেকেছে এই সংসদ। এটা কোটি কোটি ভারতীয়দের জীবন বদলে দিয়েছে। দেশের সমষ্টিগত চেতনায় একটি বিশেষ স্থান রয়েছে সংসদের। এটি গণতান্ত্রিক ঐতিহ্যের বাতিঘর। আজাদি কা অমৃতকালের সময় একটি নতুন সংসদ ভবনের উদ্বোধন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ ও সম্প্রসারণে আমাদের অঙ্গীকারের প্রমাণ এই নয়া সংসদ ভবন।”

সংসদ ভবন উদ্বোধনের পর লোকসভায় ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত, আমাদের দেশ এবং এর জনগণের উন্নয়নই আমাদের অনুপ্রেরণা। এই নতুন সংসদের নির্মাণে আমরা গর্বিত। আবার গত ৯ বছরে দেশের ৪ কোটি দরিদ্র মানুষের জন্য বাড়ি এবং ১১ কোটি টয়লেট নির্মাণের কথা ভাবলেও আমি অপরিসীম তৃপ্তি পাই।” নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে নরেন্দ্র  মোদি বলেন, “নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামী সময়ে সাংসদদের সংখ্যা বাড়বে। সেটাও দেখতে হবে আমাদের। সেজন্য এখনই নতুন সংসদ তৈরি করতে হত।” তবে যাঁর জন্য বিরোধীরা এতো প্রতিবাদ করলেন সেই রাষ্ট্রপতি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পাশে থাকায় বিজেপির রাজনৈতিক সুবিধা হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!