শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
দেশের সেনায় প্রথম মহিলা অগ্নিবীর হতে চলেছেন হিশা বাঘেল। ছত্তিশগড়ের দুর্গের বাসিন্দা তিনি। মেয়ের সাফল্যে খুশি তাঁর পরিবার ও শিক্ষিকারা।
Chhattisgarh| Durg girl Hisha Baghel selected for Agniveer scheme
I’m very proud. She’s very hardworking & used to get up at 4am for training. We’ve sold our land&car & used the money for treatment of my husband who’s suffering from cancer&to educate children:Hisha’s mother(6.1) pic.twitter.com/D1ApjLoZOp
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) January 7, 2023
বরবাবরের মেধাবী হিশা শৈশব থেকেই অনেক প্রতিকূলতার মধ্যে বড় হয়েছেন। হিশার মা মেয়ের সাফল্যের কথা জানাতে গিয়ে বলেন যে প্রতিদিন ভোর চারটের সময় উঠে সে সেনাবাহিনীর পরীক্ষার জন্য মাঠে দৌড়াত। মেয়ের পড়াশোনার কথা বলতে গিয়ে তিনি বলেন যে তাঁদের গাড়ী জমি সব বিক্রি করে দিতে হয়েছে হিশার ক্যানসার আক্রান্ত বাবার চিকিৎসা ও মেয়ের পড়াশোনার জন্য। আজকে মেয়ের এই সাফল্য তাঁদের এত দিনের পরিশ্রম ও আত্মত্যাগের যোগ্য স্বীকৃতি বলে মনে করছেন তিনি।
হিশার সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষিকারাও। হিশাকে তার বন্ধুদের মধ্যে সবথেকে মেধাবী বলে মন্তব্য করেছেন বিদ্যালয়ের এক শিক্ষিকা। তাঁর কথায়, হিশা বরবারই খুব ভালো ছাত্রী এবং খেলাধূলায় ভীষণই পারদর্শী। সবথেকে বড় কথা, পরিবারের দুর্বল আর্থিক পরিস্থিতি সত্ত্বেও পড়াশোনা কখনও ছাড়েনি হিশা। সবকিছু সহ্য করে মুখ বুজে পড়াশোনা চালিয়ে গেছে হিশা। আজকে তার এই অভাবনীয় সাফল্যে আনন্দিত স্কুলের শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রধান শিক্ষিকা সহ সকলেই। সংবাদসূত্রে খবর, আগামী বছরই অগ্নিপথ প্রকল্পের অধীনে ‘অগ্নিবীর’ সেনা হিসাবে যোগ দিতে চলেছেন হিশা।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ জুন অগ্নিবীর প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প অনুসারে চার বছর মেয়াদে দেশের যুব সমাজকে সেনায় কাজের সুযোগ দেওয়া হয়। আর এই প্রকল্পের অধীনে যুক্ত সেনাদের ‘অগ্নিবীর’ নামকরণ করা হয়। সেনাবাহিনীর তিন বিভাগ অর্থাৎ নৌ, স্থল, বিমান বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন ‘অগ্নিবীর’রা। সূচনা পর্ব থেকেই এই প্রকল্প বিরোধী শিবিরের ক্ষোভের মুখে পড়ে। আপত্তি জানান অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ। ভারত সরকার চুক্তির ভিত্তিতে সেনা নিয়োগ করতে চাইছে বলে বিক্ষোভ দেখান বহু ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি(এনডিএ)র পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীরা। আজকের হিশার সাফল্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে যুব সমাজকে অগ্নিবীর প্রকল্পে যুক্ত হতে উৎসাহিত করবে কিনা তা নিয়ে অবশ্য এখনই কোনো স্থির সিদ্ধান্তে আসতে চান না রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34