- এই মুহূর্তে দে । শ
- মে ৪, ২০২৪
ভারতীয় ‘ভোট -পরিক্রমায়’ ২৩ দেশের ৭৫ প্রতিনিধি

লোকসভা ভোটের আবহে ভারতের ‘নির্বাচনী-পরিক্রমা’ করতে আসছে বিশ্বের ২৩টি দেশের প্রতিনিধি দল। মোট ৭৫ জন প্রতিনিধি সদস্য থাকবেন দলটিতে। ঘুরে দেখবেন বেশ কয়েকটি রাজ্য। সত্তর বছরের গণতন্ত্রে এবার প্রথম এতজন পর্যবেক্ষক নির্বাচন দেখতে ভারতে আসছেন।
ভারতের নির্বাচন কমিশন সুত্রে একটি প্রতিবেদনে জানানো হয়েছে বিশ্বের বৃহত্তম ‘গণতন্ত্রের উৎসব’ দেখতে এ দেশে আসছেন ভুটান, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, ফিজি, কিরগিজ প্রজাতন্ত্র, রাশিয়া, তিউনিশিয়া, কম্বোডিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, জর্জিয়া, চিলি, উজবেকিস্তান, মালদ্বীপসহ নানা দেশ ছাড়াও আইএফইএস অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমের সদস্যরাও থাকবেন এই প্রতিনিধিদলে। আগামী ৯ মে পর্যন্ত এই প্রতিনিধি দলটি ভারতে থাকবে। রবিবার তাঁদের নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।
বিদেশি নির্বাচন পরিচালনা সংস্থাগুলো আগ্রহ দেখায় এত বড় দেশে কীভাবে এত এত কোটি কোটি বাসিন্দা সামলে কমিশন ভোট প্রক্রিয়া চালায় তার সাক্ষী থাকার জন্য। তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে লোকসভা ভোটের মতো এত বড় ক্ষেত্র আর নেই।
যে ছয়টি রাজ্যে এই প্রতিনিধি দলটি যাবে সেগুলি হল, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, মধ্য প্রদেশ, গোয়া ও উত্তর প্রদেশ। নির্বাচনের প্রস্তুতি, পদ্ধতি প্রভৃতি সম্পর্কে হাতেগরমে অভিজ্ঞতা লাভ এবং তথ্য সংগ্রহ করবেন প্রতিনিধিরা।
❤ Support Us