- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১, ২০২৪
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস
শুরু থেকেই জমে উঠেছে মহিলাদের প্রিমিয়ার লিগ। আগের দিনই হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সকে। এবার প্রথম পরাজয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের কাছে স্মৃতি মান্ধানাদের হার ২৫ রানে। দুরন্ত ব্যাটিং ও বোলিং করে ম্যাচের সেরা মারিজান কাপ। বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২৮ রানে প্রথম উইকেট হারায় দিল্লি। ১১ রান করে আউট হন মেগ ল্যানিং। এরপর শেফালি ভার্মা ও অ্যালিস ক্যাপসি জুটি দিল্লিকে এগিয়ে নিয়ে যান। দ্রুত ৩ উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে যায় দিল্লি। পরপর আউট হন শেফালি ভার্মা (৩১ বলে ৫০), জেমাইমা রডরিগেজ (০) ও অ্যালিস ক্যাপসি (৪৬)। দিল্লিকে বড় রানে পৌঁছে মারিজানে কাপ ও জেস জোনাসেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে দিল্লি ক্যাপিটালস। মারিজান কাপ ১৬ বলে ৩২ রান করেন। ১৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন জেস জোনাসেন। সোফি ডিভাইন ২৩ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। তবে শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে বেঙ্গালুরুকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা সোফি ডিভাইন ও সাবনেনি মেঘনা। ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৭৪ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। সাবনেনি মেঘানা করেন ৩৬, সোফি ডিভাইন ২৩ ও রিচা ঘোষ ১৯ রান করেন। এই চার ব্যাটার আউট হওয়ার পরই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বেঙ্গালুরুর। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১৬৯/৯। বেঙ্গালুরুর শেষ ৫ উইকেট পড়ে ৫ রানে। জেস জোনাসেন ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট পান। মারিজান কাপ তুলে নেন ২ উইকেট।
দিল্লি ক্যাপিটালস, রয়াল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স, তিন দলেরই ৩ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রান রেটে শীর্ষে দিল্লি।
❤ Support Us