শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
৭৭ বল বাকি থাকতেই জয়! মহিলা প্রিমিয়ার লিগে সবথেকে কম ওভারে জয়ের রেকর্ড গড়ল দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার সবচেয়ে মূল্যবান দল গুজরাট জায়ান্টসকে বিধ্বস্ত করল ১০ উইকেটে। প্রথমে ব্যাট করে ১০৫/৯ তুলেছিল গুজরাট। ৭.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। দুরন্ত বোলিং করেন মারিজানে ক্যাপ। ব্যাট হাতে তান্ডব শেফালি ভার্মার।
আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে দারুণভাবেই ঘুরে দাঁড়াল দিল্লি ক্যাপিটালস। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। স্কোর বোর্ডে কোনও রান ওঠার আগেই ২ উইকেট হারায় গুজরাট। শুরু থেকেই তিনি বিধ্বংসী হয়ে ওঠেন মারিজানে ক্যাপ। দ্বিতীয় বলেই সাবিনেনি মেঘনার (০) স্টাম্প ছিটকে দেন।
ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে পরপর ২ বলে তুলে নেন উলভার্ড (১) ও অ্যাশলে গার্ডনারকে (০)। হ্যাটট্রিকের সামনে পৌঁছে গিয়েছিলেন দিল্লির এই জোরে বোলার। হেমলতা এসে হয়াটট্রিক আটকান। শিখা পান্ডের বলে মাত্র ৫ রান করে তিনি আউট হন। পঞ্চম ওভারে মারিজানে আবার তুলে নেন হারলিন দেওলকে ( ১৪ বলে ২০)। এক ওভার পরেই সুষমা ভার্মাকেও (২) ফেরান। শেষ পর্যন্ত কিম গার্থ গুজরাটকে ১০০ রানের গন্ডি পার করে দেন। ৩৭ বলে ৩২ রান করে তিনি অপরাজিত থাকেন। ওয়ারহ্যাম করেন ২৫ বলে ২২। তনুজা কানুয়ার করেন ১৯ বলে ১৩। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৫ রান তোলে গুজরাট। ১৫ রানে ৫ উইকেট নেন মারিজানে ক্যাপ। ২৬ রানে ৩ উইকেট শিখা পান্ডের।
জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন শেফালি ভার্মা। পাওয়ার প্লে-র ৬ ওভারে ৮৭ রান তুলে ফেলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা। ৭.১ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ১০৭ রান তুলে ফেলে দিল্লি ক্যাপিটালস। ৭ ওভারে ১০০ রান তোলেন মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। শেফালি এদিন ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১০টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে তিনি ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ল্যানিং তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34