- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৭, ২০২৪
ম্যাকগার্ক ঝড়ে উড়ে গেল মুম্বই, ১০ রানে জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি
শুরুর দিকে একের পর এক ম্যাচে হার। একসময় লিগ টেবিলে দূরবীন দিয়ে খুঁজতে হত দিল্লি ক্যাপিটালসকে। পরপর দুটো ম্যাচে জয় বদলে দিয়েছে পরিস্থিতি। প্লে অফের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের ক্রমশ প্রতিষ্ঠিত করছেন ঋষভ পন্থরা। আগের ম্যাচে গুজরাট টাইটান্সকে হারানোর পর শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল। দিল্লির কাছে ১০ রানে হেরে প্লে অফের রাস্তা আরও কঠিন করে ফেলল মুম্বই।
এদিন, দিল্লির জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জেক ফ্রেজার–ম্যাকগার্ক। তাঁর হাতে অল্পের জন্য রক্ষা পেল ক্রিস গেলেই দ্রুততম আইপিএল সেঞ্চুরি। ১০ দিন আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন ম্যাকগার্ক। ৫০ এসেছিল মাত্র ১৫ বলে। এদিনও ১৫ বলে হাফ সেঞ্চুরি। যখন আউট হলেন, নামের পাশে ২৭ বলে ৮৪। মারেন ১১টি চার ও ৬টি ছক্কা। একসময় মনে হচ্ছিল ৩০ বলে করা ক্রিস গেলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন। পীযূশ চাওলা অবশ্য বাঁচিয়ে দেন গেলের রেকর্ড। তাঁর বলেই ফিরে যান ম্যাকগার্ক।
ম্যাকগার্ক ও অভিষেক পোড়েলের ওপেনিং জুটিতে ওয়ে ১১৪। ৭.৩ ওভারের মাথায় আউট হন ম্যাকগার্ক। ২৭ বলে ৩৬ রান করে ফিরে যান অভিষেক। এরপর দিল্লিকে ২০০ রানের দিকে এগিয়ে নিয়ে যান সাই হোপ (১৭ বলে ৪১) ও ঋষভ পন্থ (১৯ বলে ২৯)। শেষ দিকে ঝড় তুলে দিল্লিকে ২৫৭/৪ রানে পৌঁছে দেন ট্রিস্টান স্টাবস (২৫ বলে অপরাজিত ৪৮)।
চলতি আইপিএলে বিপক্ষ দলগুলি যেভাবে রান তাড়া করছে, মনে হচ্ছিল দিল্লির এই রানও মুম্বই অতিক্রম করে ফেলবে। তার ওপর দিল্লির মাঠ যথেষ্ট ছোট। কিন্তু পাওয়ার প্লে–র মধ্যে রোহিত শর্মা (৮), ঈশান কিষাণ (২০) ও সূর্যকুমার যাদব (১৩ বলে ২৬) আউট হওয়ায় চাপে পড়ে যায় মুম্বই। হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা মাঝে সামান্য আশার আলো দেখিয়েছিলেন। রসিক সালামের জোড়া ধাক্কা সামলাতে পারেনি মুম্বই। এক বলের ব্যবধানে তিনি তুলে নেন হার্দিক পান্ডিয়া (২৪ বলে ৪৬) ও নেহাল ওয়াধেরাকে (৪)। ১৪০ রানে ৫ উইকেট হারানোর পরেও মুম্বইকে লড়াইয়ে রেখেছিলেন তিলক ভার্মা (৩২ বলে ৬৩) ও টিম ডেভিড (১৭ বলে ৩৭)। কিন্তু শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ২৪৭/৯ রানে থেমে যায় মুম্বই। ৩টি করে উইকেট নেন রসিক ও মুকেশ কুমার। ২টি উইকেট নেন খলিল আমেদ।
❤ Support Us