Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৪, ২০২৪

‌গুজরাটকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগের শীর্ষে দিল্লি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গুজরাটকে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগের শীর্ষে দিল্লি

মহিলাদের প্রিমিয়ার লিগে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২৪ ঘন্টাও শীর্ষস্থান ধরে রাখতে পারল না মুম্বই। গুজরাট জায়ান্টসকে ২৫ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। ৪ ম্যাচে দুই দলের পয়েন্ট ৬ হলেও নেট রান রেটের বিচারে মুম্বইকে পেছনে ফেলে দিয়েছে দিল্লি।

টস জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাট জায়ান্টস। শুরুটা ভাল হয়নি দিল্লির। ২০ রানের মাথায় আউট হন শেফালি ভার্মা (‌১৩)‌। ক্রিজে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন অ্যালিস ক্যাপসি। ১৭ বলে ২৭ রান করে আউট হন তিনি। দিল্লিকে এগিয়ে নিয়ে যান মেঘ ল্যানিং। ৪১ বলে ৫৫ রান করে তিনি আউট হন। জেমাইমা রডরিগেজ (‌৭)‌ রান পাননি। সাদারল্যান্ড (‌২০)‌, জোনাসেন (‌১১)‌, শিখা পাণ্ডেরা (‌অপরাজিত ১৪)‌ দিল্লিকে ২০ ওভারে ১৬৩/‌৮ রানে পৌঁছে দেন। ৩৭ রানে ৪ উইকেট মেঘনা সিং।

জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনও রান ওঠার আগেরই লৌরা উলভার্ডকে (‌০)‌ হারায় গুজরাট। তাঁকে তুলে নেন শিখা পাণ্ডে। ২৮ রানের মাথায় ফিরে যান অধিনায়ক বেথ মুনি (‌১২)‌। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৮। রাধা যাদব ও জেস জোনাসেনের দুরন্ত বোলিংয়ের সামনে জ্বলে ওঠার সুযোগ পাননি গুজরাট ব্যাটাররা। সর্বোচ্চ রান করেন অ্যাশলে গার্ডনার। ৩১ বলে তিনি করেন ৪০। ফোবে লিচফিল্ড করেন ১৫, বেদা কৃষ্ণামূর্তি করেন ১২। রাধা যাদব ২০ রানে ও জেস জোনাসেন ২২ রানে ৩টি করে উইকেট নেন। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!