Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৭, ২০২৪

কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন পিছলো, মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার

আরম্ভ ওয়েব ডেস্ক
কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন পিছলো, মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার

আগামী ২০ মে পঞ্চম দফা লোকসভা নির্বাচন। সুপ্রিম কোর্টে আজকেও অন্তর্বর্তীকালীন  জামিন মিলল না আবগারি দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রীর। ততদিন পর্যন্ত থাকতে হবে তিহাড় জেলে। আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য হয়েছে। এছাড়া উপ মুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়ার গ্রেপ্তারির পূর্বে ও পরে আর কী কী তদন্ত করেছে, সেই নিয়ে ইডিকে রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টের  বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। বিচারপতি খান্না আদালতে প্রশ্ন তোলেন ১০০ কোটির দুর্নীতি কি করে ১১০০ কোটির দুর্নীতি পর্যন্ত গেল ,তা নিয়ে।

গত ২১ মার্চ গ্রেপ্তার হন কেজরিওয়াল। ইডির পাঠানো নটি সমনের একটিতেও তিনি উপস্থিত না থাকার জন্য তাঁকে গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় ইডির আধিকারিকেরা। অপরদিকে সেই সময় লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া মাত্র দিল্লির মুখ্যমন্ত্রীকে পাকড়াও করা নিয়ে নানা মহলে উঠেছিল প্রশ্ন। আম আদমি পার্টির তরফে প্রচারের মুখ কেজরিওয়াল পুলিশ হেফাজতে থাকার জন্য নির্বাচনী প্রচারে সমস্যার সৃষ্টি হয়।

কেজরিওয়ালের তরফে ছিলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আশা করা হচ্ছিল আজকেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যেতে পারেন তিনি। কিন্তু তা হলনা।  সেক্ষেত্রে  মনু সিঙ্ঘভি বলেন,’নির্বাচনে অংশ নেওয়া কেজরীওয়ালের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।’  কারণ আদালত জানিয়েছিল নির্বাচনী আবহ না থাকত , তাহলে কোনও অন্তর্বর্তীকালীন  স্বস্তি দেওয়া হতনা। ফলে তিনি অংশ নিতে পারবেন প্রচারে। আদালত তাঁকে জানান কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলেও মুখ্যমন্ত্রী হিসেবে কোনও ফাইলে সই করতে পারবেন না তিনি। সেক্ষেত্রে কাজ চালাবেন লেফটেন্যান্ট গভর্নর।  সেই আদেশ মেনে নেন কেজরিওয়ালের আইনজীবী।

কিন্তু শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করেছেন ইডির আইনজীবী ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা ।তিনি বলেন, ‘দয়া করে রাজনৈতিক নেতাকে আলাদা শ্রেণির লোক হিসেবে চিহ্নিত করে দেবেন না। সাধারণ মানুষের থেকে তাঁদের আলাদা করে দেবেন না।’ তিনি আরও বলেন,’ গত দেড় বছরে ইডি কিছু করেনি এবং নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু তা সঠিক নয়।’
শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছে, ‘উনি রাজনীতিবিদ নাকি অন্য কেউ, সেটার ভিত্তিতে আমরা বিবেচনা করছি না। প্রত্যেক ব্যক্তির বিশেষ পরিস্থিতি বা বিষয় থাকে। আমাদের দেখতে হবে যে উনি সেই বিশেষ পরিস্থিতির মধ্যে পড়েন কিনা, বিশেষত এখন যেহেতু নির্বাচন চলছে। নির্বাচন না হলে এই জামিনের বিষয় বিবেচনা করা হত না।।’
আপাতত এটাই দেখার দিল্লির মুখ্যমন্ত্রী আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিন পান কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!