- দে । শ
- এপ্রিল ২৯, ২০২৪
‘মুখ্যমন্ত্রী কোনও আনুষ্ঠানিক পদ নয়, সব সময় হাজির থাকতে হবে’, দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষনে চাপে কেজরিওয়াল

মুখ্যমন্ত্রী কোনও আনুষ্ঠানিক পদ নয়, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে যে কোনও সময় হাজির হওয়ার জন্য তৈরি থাকতে হবে। দিল্লি হাইকোর্টের এই পর্যবেক্ষণে চাপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। দিল্লি হাইকোর্টের এই পর্যবেক্ষণে কেজরিওয়াল যে চাপে পড়বেন, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়।
সোশ্যাল জুরিস্টের দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানির সময় দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (এসিজে) মনমোহন এবং বিচারপতি মনমীত অরোরার বেঞ্চ বলেছে, ‘যে কোনও রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ আনুষ্ঠানিক নয়। এটা এমন একটা পদ দায়িত্বশীল ব্যক্তিকে যে কোনও সংকট বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য কার্যত ৭ দিন ২৪ ঘন্টাই তৈরি থাকতে হবে। দিল্লির মতো রাজধানী শহরে দায়িত্ব আরও বেশি।’
দুই সদস্যের বেঞ্চ আরও যোগ করেছে, ‘জাতীয় স্বার্থ এবং জনস্বার্থ দাবি করে যে, এই পদে অধিষ্ঠিত কোনও ব্যক্তিই যোগাযোগহীন বা দীর্ঘ সময়ের জন্য অনুপস্থিত থাকতে পারেন না। আদর্শ আচরণবিধি চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না এমনটা বলা ভুল। আম আদমি পার্টি জাতীয় স্বার্থের চেয়ে তার রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।’
নতুন অ্যাকাডেমিক সেশন শুরু হওয়ার পরেও দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা পরিচালিত স্কুলগুলিতে শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত সামগ্রী এবং অন্যান্য বিধিবদ্ধ সুবিধা এখনও সরবরাহ করা হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা হলে শুনানির সময় দিল্লি হাইকোর্টের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ এই কথা বলেছে। আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়ে তিহার জেলে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতারের কয়েকদিন আগে তিনি ঘোষণা করেছিলেন, জেলে গেলেও তিনি মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন। কেজরিওয়াল হলেন প্রথম মুখ্যমন্ত্রী, যিনি দায়িত্বে থাকার সময় গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে দিল্লি হাইকোর্ট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে কেজরিওয়ালের বরখাস্ত চেয়ে একাধিক আবেদন খারিজ করেছে।
❤ Support Us