Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

দিল্লির আপ সরকারের প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ, আপাতত তিহারেই থাকতে হবে সত্যেন্দ্রকে

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লির আপ সরকারের প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ, আপাতত তিহারেই থাকতে হবে  সত্যেন্দ্রকে

ট্রায়াল কোর্ট জামিন বাতিল করেছিল ২০২২ সালের নভেম্বরে। এরপর অর্থপাচার মামলায় অভিযুক্ত আপ সরকারের প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন নাকচ করে দিল দিল্লি হাইকোর্ট। তিহার জেলে বন্দি সত্যেন্দ্র জৈনকে ২০১৭ সালে সিবিআইয়ের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করে ইডি।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সত্যেন্দ্রর জামিনের আবেদন নাকচ করে জানিয়েছেন, সত্যেন্দ্র জৈন একজন প্রভাবশালী ব্যক্তি। জামিনে ছাড়া পেলে তিনি তদন্তে অবৈধভাবে প্রভাব বিস্তার করতে পারেন। একারণে তাঁকে জামিন দেওয়া যাচ্ছে না। জেলবন্দি সত্যেন্দ্র নিজে অবশ্য এর আগেও দাবি করছেন, তাঁকে জামিনে মুক্তি দেওয়া হোক। তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন।

এদিন দিল্লি হাইকোর্ট আরও জানিয়েছে, গত বছরে ট্রায়াল কোর্ট সত্যেন্দ্ৰের জামিন নাকচ করে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। গত বছরের ৩০ মে অর্থপাচার মামলায় গ্রেফতার হন তিনি।

সত্যেন্দ্ৰ বরাবরই দাবি করে আসছেন ইডি-কে তদন্তে সব ধরনের সহযোগিতা করবেন। ইডির দাবি, দিল্লির আপ সরকারের মন্ত্রী থাকাকালীন ৪ কোটি ৮১ লক্ষ টাকা সত্যেন্দ্র পাচার করেছেন হাওয়ালার মাধ্যমে। সত্যেন্দ্রর বিরুদ্ধে সব ধরনের প্রমাণ হাতে আছে বলে জানিয়ে ইডির বক্তব্য, যে সংস্থাগুলিতে চার কোটি টাকার ওপর পাচার করা হয়েছে, সেগুলি সত্যেন্দ্র জৈন নিজে এবং তাঁর পরিবারের সদস্যরা পরিচালনা করতেন।

এদিন দিল্লি হাইকোর্টে এই মামলায় অন্য দুই অভিযুক্ত বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনের জামিনও নামঞ্জুর করেছে বলে আদালত সূত্রের খবর। ইডির তরফে দিল্লি হাইকোর্টে সত্যেন্দ্র জৈন এবং তাঁর দুই সহবন্দির জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। ইডি মনে করছে, জামিন পেলেই সত্যেন্দ্র মামলা বানচাল করতে উঠেপড়ে লাগবেন। সাক্ষীদের অবৈধভাবে প্রভাবিতও করতে পারেন।

যদিও সত্যেন্দ্র দিল্লি হাইকোর্টে জামিনের আবেদনে বলেছেন, সত্যেন্দ্র জৈনের জামিনপ্রাপ্তি নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে। মামলায় অবৈধ প্রভাব বিস্তার, সাক্ষীদের প্রভাবিত করার মতো অবস্থায় নেই সত্যেন্দ্র জৈন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!