Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৪, ২০২৪

আনোয়ার ইস্যুতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
আনোয়ার ইস্যুতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের

আনোয়ার আলি ইস্যুতে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। আনোয়ার আলিকে ৪ মাস নির্বাসিত করেছে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি–কেও জরিমানা করেছে। ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন আনোয়ার। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি–র র পক্ষ থেকেও ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানানো হয়।
শুক্রবার দিল্লি হাইকোর্টে বিচারপতি সঞ্জীব নারুলার এজলাসে মামলাটি ওঠে। ফেডারেশনের আইনজীবীর কাছে বিচারপতি নারুলা জানতে চান, কী কী কারণে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ার আলিকে নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে। কারণগুলি আনোয়ারকে লিখিতভাবে তাঁকে জানানো হয়েছে কিনা। ফেডারেশনের আইনজীবী বিচারপতিকে বলেন, এখনও জানানো হয়নি। ইস্টবেঙ্গলও যে শাস্তির বিরুদ্ধে পাল্টা আবেদন করতে পারে, সেকথাও উল্লেখ ছিল না। অথচ ফেডারেশনের নিয়মেই বলা আছে ১০ দিনের মধ্যে আবেদন করা যায়।
মধ্যাহ্নভোজের বিরতির পর আবার শুনানি শুরু হয়। সেই সময় বিচারপতি নারুলা জানান, দেশের সংবিধান মেনে চলতে হবে। এরপরই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত বাতিল করে দেন। পাশাপাশি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে ইস্টবেঙ্গলে সই করার জন্য যে এনওসি দিয়েছিল, তা-ও বাতিল করে দেন বিচারপতি। ফলে তিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান, কোনও দলেরই ফুটবলার নন। শনিবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে আবার নতুন করে আবেদন শোনার নির্দেশ দিয়েছে আদালত।
মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ করে ইস্টবেঙ্গলে সই করার জন্য ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ৪ মাসের জন্য নির্বাসিত করেছিল আনোয়ার আলিকে। নির্বাসনের পাশাপাশি বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে ইস্টবেঙ্গলের। জরিমানা দিতে হবে দিল্লি এফসি–কেও। এছাড়া আগামী দুটি রেজিস্ট্রেশন উইন্ডোতে কোনও নতুন ফুটবলার সই করাতে পারবে না এই দুই ক্লাব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!