- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৯, ২০২৩
দিল্লিতে সড়ক দুর্ঘটনায় হত তরুণীর বাড়িতে চুরি, দুস্কৃতীদের তাণ্ডব। পরিবারের অভিযোগ, নেপথ্যে বান্ধবীর ইন্ধন। আটক সাত

দিল্লিতে সড়ক দুর্ঘটনায় নিহত তরুণীর বাড়িতে চুরি এবং দুস্কৃতীদের তাণ্ডব । চুরি গেছে বহু মূল্যবান জিনিস। পরিবারের অভিযোগ, এসব অঘটনের নেপথ্যে রয়েছে নিহত তরুণীর নিকটস্থ বান্ধবীর ইন্ধন।
রবিবার দিল্লির অমন বিহার এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত তরুণীর বাড়িতে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। সূত্রের খবর, সে সময় বাড়িতে মৃত তরুণীর পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। সোমবার সকাল ৭ টা ৩০ মিনিটে পাড়া প্রতিবেশীদের থেকে এই হামলার খবর পান তাঁরা। জানা যাচ্ছে দুস্কৃতীকারীরা বাড়ির তালা ভেঙ্গে বাড়িত ঢুকেছিল।ঘরবাড়ির লণ্ডভন্ড করে এলসিডি টিভি সহ একাধিক দামী জিনিস চুরি করে নিয়ে তারা পালিয়েছে। মৃত তরুণীর অভিভাবক ও অন্যান্য আত্মীয় স্বজনরা এই ঘটনায় সম্পূর্ণ রূপে তাঁদের মেয়ের বান্ধবীকে সন্দেহ করছেন। তাঁদের বক্তব্য, মৃত তরুণীর বান্ধবী ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজের সমস্ত জিনিসপত্র এখানে রেখে যেতে চাইছে। তাঁদের অভিযোগের আঙুল পুলিশ প্রশাসনের দিকেও। গত সাতদিন ধরে বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন ছিল, হঠাৎ কালই তা প্রত্যাহার করা হল কেন তা নিয়ে আজ পুলিশের সামনে প্রশ্ন তুলেছেন মৃত তরুণীর আত্মীয় স্বজন।
বর্ষবরণের রাতে একটি স্কুটিতে বন্ধুকে সঙ্গে নিয়ে আসার সময় বড় মারুতি গাড়ির ধাক্কায় জখম বছর ২০-র ওই তরুণী। আহত হন বন্ধুটিও। মারুতি গাড়ির ধাক্কায় তরুণীর শরীরের কিছুটা অংশ গাড়ির সঙ্গে আটকে গিয়েছিল। কিন্তু বন্ধুকে উদ্ধার না করে বিপদের মধ্যে ফেলে রেখেই চলে যান তিনি। পরে তরুণীটিকে গাড়িটি প্রায় ১২ কিমি পর্যন্ত কাঞ্জাওয়ালায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। পুলিশ পরে খবর পেয়ে ঘটনা স্থলে এসে ছিন্নবস্ত্র পরিহিত অবস্থায় তরুণীর ছিন্নভিন্ন শরীরকে উদ্ধার করে। ইতিমধ্যে পুলিশ সাত জনকে আটক করেছে। তরুণীর ওই বান্ধবীর বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনায় সেদিনের গাড়ির চালক সহ বাকিদের কোনো সংযোগ আছে কিনা এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে ।
❤ Support Us