Advertisement
  • ভা | ই | রা | ল
  • ডিসেম্বর ১৫, ২০২৩

যমের বাহনে অভিনব প্রতিবাদ, রাজধানীর রাজপথের ভিডিয়ো ভাইরাল

আরম্ভ ওয়েব ডেস্ক
যমের বাহনে অভিনব প্রতিবাদ, রাজধানীর রাজপথের ভিডিয়ো ভাইরাল

যমের বাহনে নতুন অবতার । জ্বালানির মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদে ষাঁড়ের পিঠে সাওয়ার যুবক । সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এক ভিডিয়ো, এক যুবক মাথায় খরগোশ সদৃশ হেলমেট পরে, যমের বাহনে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর রাজপথে। নিজের ইন্সটা হ্যান্ডলের নাম দিয়েছেন বুল রাইডার ।

 

View this post on Instagram

 

A post shared by Bull Rider (@bull_rider_077)

ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করে ওই যুবক লিখেছেন, ‘পেট্রোল মেহেঙ্গা হুয়া তো আব মেনে উসকো উসকি ভি আওকাদ দিখা দি ( পেট্রল ক্রমশই নিজের দর বাড়াচ্ছে, এবার আমি ওর সামাজিক অবস্থা দেখিয়ে দিলাম ।) নভেম্বরের শেষের দিকে ভিডিয়োটি পোস্ট করেন তিনি । ইতিমধ্যেই ৯৩ হাজারের বেশি লাইক এবং ৩.৮ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ।

তার এই অদ্ভুত কর্মকান্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া । কেউ বলছেন গবাদি পশুর ওপর অত্যাচার হচ্ছে, এর প্রতিবাদ হওয়া দরকার । অবিলম্বে পশুদের সঙ্গে নিষ্ঠুর আচরণ বন্ধ করা প্রয়োজন । কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দেশের রাজধানীর রাজপথে এরকম বেআক্কেলে আচরণে পুলিশি হস্তক্ষেপ নেই কেন ? একজন মন্তব্য করেছেন কাজ নেই যুবকের, তাই ষাঁড়ে সওয়ার হয়ে জনতার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এই বিবেকহীন ।

ইনস্টাগ্রামের বুল রাইডার নামে এই ব্যবহারকারীর ফলোয়ারের সংখ্যা ৫০ হাজারের বেশি । প্রায়ই তাঁর বাহনকে ঘিরে বিভিন্ন ভিডিয়ো পোস্ট করেন তিনি । দিল্লিতে এই মজাদার চরিত্র বেশ জনপ্রিয়ও । পুলিশ থেকে পথচারী সবাই তার সঙ্গে সেলফিও তুলেছেন একাধিকবার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!