Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২২, ২০২৩

কার দখলে দিল্লির মেয়রের কুর্সি? ঠিক হবে আজ। নির্বাচনী ফলাফলে এগিয়ে আপ। শেষ মুহুর্তে চমকের অপেক্ষায় বিজেপি

আরম্ভ ওয়েব ডেস্ক
কার দখলে দিল্লির মেয়রের কুর্সি? ঠিক হবে আজ। নির্বাচনী ফলাফলে এগিয়ে আপ। শেষ মুহুর্তে চমকের অপেক্ষায় বিজেপি

পর পর তিন বার ভেস্তে যাওয়ার পর দিল্লিতে আজ ফের মেয়র নির্বাচনের পালা। সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। আত্মবিশ্বাসী বিজেপিও। অন্তিম মূহুর্তে কোনো চমকের অপেক্ষায় গেরুয়া শিবির। শেষ পর্যন্ত মেয়র নির্বাচনে কার ভাগ্যে শিকে ছেঁড়ে, সেদিকে তাকিয়ে রয়েছে দিল্লির আমজনতা।

চতুর্থবার নির্বাচনের আগে বেকায়দায় রয়েছে বিজেপি। গত সপ্তাহে, সুপ্রিম কোর্ট তাঁর রায়ে জানিয়েছে, লেফটেন্যাণ্ট গভর্নর ভিকে সাক্সেনার মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। আইন অনুসারে, নির্বাচিত কাউন্সিলর , লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ভোট দেবেন। ফলে, আপ প্রার্থী শেলী ওবেরয়ের মেয়র হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। বস্তুত, তাঁর দায়ের করা মামলার ভিত্তিতে, শীর্ষ আদালত উপ রাজ্যপাল মনোনীত ১০ সদস্যের ভোট দানের অধিকার বাতিল করে দেয়। অবশ্য বিজেপি শিবির থেকে চমকের দাবি করা হচ্ছে। সেটা কী তা এখনও স্পষ্ট করে জানায়নি পদ্ম বাহিনী।

৪ ডিসেম্বর ২৫০ আসনের দিল্লি পুরসভা নির্বাচনের ১৩৪ টিতে জয়ী হয় আপ। বিজেপি জেতে ১০৪ আসনে। কিন্তু মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন যেহেতু পৃথক ভাবে হয় তাই বোর্ড দখলের পরও আবার নিজের শক্তি পরীক্ষায় নামে  আপ ও বিজেপি। কিন্তু দুই পক্ষের দাবি ও পাল্টা দাবিকে ঘিরে বার বার ভণ্ডুল হয় মেয়র নির্বাচন। বুধবার মেয়র নির্বাচন হয়ে গেলে ডেপুটি মেয়র এবং স্ট্যান্ডিং কমিটির ছয় সদস্যকে বেছে নেওয়া হবে। স্ট্যান্ডিং কমিটির ছয় আসনের মধ্যে আপের দখলে থাকবে তিনটি আসন, বিজেপির দখলে থাকবে দু’টি। আর একটি আসন কার দখলে যাবে সে নিয়ে লড়াই হবে। তবে মহারাষ্ট্র ও কর্ণাটকের মত বিজয়ী দলের প্রার্থী কেনাবেচার খেলা দেখা যাবে কিনা , তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!