Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১১, ২০২৩

মাহির জয়ে আইপিএল থেকে বিদায় দিল্লির

আরম্ভ ওয়েব ডেস্ক
মাহির জয়ে আইপিএল থেকে বিদায় দিল্লির

দুই দলের সামনে আলাদা আলাদা লক্ষ্য। দিল্লি ক্যাপিটালসের সামনে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখা। আর চেন্নাই সুপার কিংসের সামনে প্লে অফের রাস্তা পরিস্কার করা। মরণবাঁচন ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ ডেভিড ওয়ার্নাররা। দিল্লিকে ২৭ রানে হারিয়ে প্লে অফের দিকে এগিয়ে গেল চেন্নাই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৭/‌৬ তোলে চেন্নাই। জবাবে ১৪০/‌৮ তোলে দিল্লি।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ব্যাট করে নেমে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। ওপেনিং জুটিতে ৪ ওভারে ওঠে ৩২। পঞ্চম ওভারে প্রথম আউট হন কনওয়ে (‌১৩ বলে ১০)‌। তাঁকে তুলে নেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লে–র ৬ ওভারে ৪৯/‌১ রান তোলে চেন্নাই।

এরপর আবার ধাক্কা। ঋতুরাজ গায়কোয়াড়কেও (‌১৮ বলে ২৪)‌ ফেরান অক্ষর প্যাটেল। মইন আলিও (‌১২ বলে ৭)‌ নিজেকে মেলে ধরতে পারেননি। তাঁকে তুলে নেন কুলদীপ যাদব। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন শিবম দুবে (‌১২ বলে ২৫)‌, অম্বাতি রায়ুডু (‌১৭ বলে ২৩)‌। তবে খুব বেশি আক্রমণাত্মক হতে পারেননি। ১৬ বলে ২১ রান করেন রবীন্দ্র জাদেজা। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২০ রান করেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৭/‌৮ রান তোলে চেন্নাই। মিচেল মার্শ ১৮ রানে ৩টি ও অক্ষর প্যাটেল ২৭ রানে ২টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল দিল্লির কাছে।  দ্বিতীয় বলেই ডেভিড ওয়ার্নারকে (‌০)‌ হারিয়ে আরও চাপে পড়ে যায়। ফিলিপ সল্ট (‌১১ বলে ১৭)‌, মিচেল মার্শরা (‌৪ বলে ৫)‌ দ্রুত আউট হন। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন মনীশ পান্ডে (‌২৯ বলে ২৭)‌ ও রাইলি রসো (‌৩৭ বলে ৩৫)‌। একসময় ৮৯ রানে ৫ উইকেট হারায় দিল্লি। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি।  ১২ বলে ২১ রান করেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪০/‌৮ রানে থেমে যায় দিল্লি ক্যাপিটালস। ৩টি উইকেট নেন মাথেশা পাথিরানা। ২টি উইকেট নেন দীপক চাহার।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!