শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
১০০ দিনের কাজের টাকা আদায়ের জন্য ২ অক্টোবর দিল্লির রামলীলা ময়দানে ১০ লক্ষ লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধর্ণার অনুমতি দিল না দিল্লি পুলিশ।
গত ২১ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ দিবসের মঞ্চ থেকে ১০০ দিনের টাকা আদায়ের জন্য দিল্লিতে রামলীলা ময়দানে ধর্ণায় বসার ডাক দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নব জেয়ার যাত্রা কর্মসূচিতে সবকটি জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় উপস্থিত তৃণমূল কমী সমর্থকদের কাছে জানতে চেয়েছেন, দিল্লি যাবেন তো? উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা সম্মতি জানিয়ে বলেছেন হ্যাঁ।
তবে দিল্লির রামলীলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা সেই ১০ লক্ষ মানুষ নিয়ে ধর্ণা কর্মসূচির অনুমতি দিল না দিল্লি পুলিশ।
এই ঘটনাকে তৃণমূল রাজনৈতিক বিরোধীতা বলে বিজেপিকে দোষ দিচ্ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি পুলিশের এই অবস্থানকে সমর্থন করে বলেছেন, “আমি পশ্চিমবঙ্গে সভা করতে গেলে আমার আদালতে যেতে হয়, তারপর অনুমতি পাই, মমতা পুলিশ সভার অনুমতি দেয় না। এখন দেখ কেমন লাগে!”
২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রামলীলা ময়দানে অন্না হাজারেকে নিয়ে ধর্ণায় বসেছিলেন। বিজেপির বক্তব্য, মমতার ডাকা ২০১৪-র দিল্লীর রামলীলা ময়দানে ১ হাজার লোক ছিল। এখন ১০ লক্ষ লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামলীলা ময়দানে ১০ লক্ষ লোক নিয়ে যাওয়ার খরচ কোথা থেকে পাবে? ৫০০ কোটি টাকা খরচ করে রামলীলা ময়দানে গিয়ে যারা ধর্ণা দেয় তাদের ১০০ দিনের কাজের টাকা দরকার কিসের?
এদিকে রামলীলা ময়দানে তৃণমূলের কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি না দেওয়া নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, অতো লোক জোগার করতে পারবে না, সেটা দিদি জানে, তাই দিদির মুখ রক্ষা করতে অনুমতি দিল না, এটাও এক ধরণের সেটিং।”
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34