Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৪

‌ব্রিজভূষণের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিল্লি পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ব্রিজভূষণের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিল্লি পুলিশের

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা মামলায় অস্বস্তি বাড়ল ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের। লোকসভা ভোটের আগে বিজেপি–র এই সাংসদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এসেছে দিল্লি পুলিশ।  দিল্লি পুলিশের আইনজীবী আদালতে একের পর এক তথ্যপ্রমাণ দিয়ে দাবি করেছেন, কুস্তিগিরদের চুপ থাকার জন্য লাগাতার হুমকি দিতেন।
বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার নতুন করে ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মামলার শুনানি শুরু হয়েছে। আগে রউস অ্যাভিনিউ আদালতে বিচারক হরজিৎ সিং যশপালের এজলাসে মামলাটি ছিল। তিনি অন্য কোর্টে স্থানান্তরিত হয়েছেন। এখন ব্রিজভূষণের মামলাটি অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুতের এজলাসে রয়েছে। এদিন শুনানি থাকলেও ব্রিজভূষণ শরণ সিং হাজির ছিলেন না। আগেই তিনি আদালতের কাছে হাজির না থাকতে না পারার জন্য অনুমতি নিয়েছিলেন।
দিল্লি পুলিশের আইনজীবী এদিন শুনানিতে একের পর এক ঘটনার কথা উল্লেখ করে আদালতকে জানান, ব্রিজভূষণ শরণ সিং কীভাবে অভিযোগকারী কুস্তিগিরদের চুপ থাকার জন্য হুমকি দিয়েছেন। দিল্লি পুলিশের আইনজীবী অতুল শ্রীবাস্তব আদালতে বলেন, ‘কুস্তিগিরদের ব্রিজভূষণ বলেছিলেন খেলা চালিয়ে যেতে গেলে চুপ থাকতে হবে। আমি কারও কেরিয়ার যেমন গড়তে পারি, তেমন শেষও করে দিতে পারি।’‌ মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ তুলেছিলেন, তাতে দিল্লি পুলিশের বক্তব্যে কার্যত মান্যতা পেল।
ব্রিজভূষণ শরণ সিংয়ের হুমকি দেওয়াটা ভারতীয় সংবিধানের ৫০৬ ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ। এমন তথ্য তুলে ধরে আদালতে সওয়াল করেন দিল্লি পুলিশের আইনজীবী অতুল শ্রীবাস্তব। এক মহিলা কুস্তিগিরের সঙ্গে আলিঙ্গন করেছিলেন ব্রিজভূষণ। পরে বলেছিলেন, ফাদার ফিগার হিসেবেই তিনি আলিঙ্গন করেছিলেন। দিল্লি পুলিশের আইনজীবী আদালতের কাছে দাবি করেছেন, এই ঘটনা থেকেই ব্রিজভূষণের অপরাধমনস্কতা প্রমাণিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!