Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৭, ২০২৪

কেজরিওয়ালের বাসভবনের সিসিটিভি ফুটেজ চাইল দিল্লি পুলিশের, নেওয়া হবে প্রহৃত সাংসদের বয়ান

আরম্ভ ওয়েব ডেস্ক
কেজরিওয়ালের বাসভবনের সিসিটিভি ফুটেজ চাইল দিল্লি পুলিশের, নেওয়া হবে প্রহৃত সাংসদের বয়ান

আম আদমি পার্টির  রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল হেনস্থা কান্ডে দিল্লি পুলিশের তরফে এবার  কেজরিওয়ালের বাসভবনের সিসিটিভি নিয়ন্ত্রক সংস্থার কাছে ঘটনার দিনের ফুটেজ চেয়ে  চিঠি পাঠানো হল। প্রসঙ্গত,  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে আটটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে।

গোটা ঘটনার তদন্তে দিল্লি পুলিশের ১০ বাহিনী নিযুক্ত রয়েছে। এরমধ্যে চারটি বাহিনী রয়েছে ফেরার বিভব কুমারের সন্ধানে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী কেজরিওয়ালের আপ্ত সহায়ক এখন পাঞ্জাবে। তদন্তে সহযোগিতা করার জন্য পুলিশের তরফ থেকে তাঁকে একটি নোটিশ পাঠানো হতে পারে।
প্রাথমিকভাবে পুলিশ গোটা ঘটনার একটি নাট্যরূপ তৈরি করে তদন্তের পথে এগোতে পারে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানার চেষ্টা করবে ঘটনার দিন অর্থাৎ ১৩ মে স্বাতী মালিওয়াল ঠিক কোন সময়ে আম আদমি পার্টি প্রধানের বাড়িতে গিয়েছিলেন, প্রবেশ দ্বারে তখন যেসব রক্ষীরা মোতায়েন ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। জানা যাচ্ছে স্বাতী ওইদিন অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে বেরিয়ে একটি ক্যাব ভাড়া করেছিলেন। প্রয়োজনে সেই ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর পাওয়া গেছে।

গত ১৩ মে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ এবং দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন সভাপতি স্বাতী মালিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গেলে, তাঁর ব্যক্তিগত সহায়ক বিভব কুমার তাঁকে মারধোর করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ বিভব তাঁকে থাপ্পড় মারার পাশাপাশি পেটে ঘুষি মেরেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ ইন্ডিয়ান পিনাল কোডের ৩৫৪, ৫০৬,৫০৯, ৩২৮ ধারায় এফআইআর দাখিল করে বিভবের বিরুদ্ধে। পুলিশ এখন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে তার বক্তব্য রেকর্ড করবে।
আম আদমি পার্টির তরফে অবশ্য গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল দল বিভবের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে চলেছে। স্বাতী মালিওয়াল হেনস্থা কান্ডের জল এখন কতদূর গড়ায় সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলসহ গোটা দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!