Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৪, ২০২৩

“জমির বদলে চাকরি” মামলায় আদালতে জামিন হল লালু, রাবরি, তেজস্বীর

আরম্ভ ওয়েব ডেস্ক
“জমির বদলে চাকরি” মামলায় আদালতে জামিন হল লালু, রাবরি, তেজস্বীর

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব “জমির বদলে চাকরি” মামলায় জামিন পেলেন। এই একই মামলায় জামিন পেলেন লালুর স্ত্রী রাবরি দেবী এবং পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
বুধবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত তাঁদের জামিন দিয়েছে। এই প্রসঙ্গে তেজস্বী যাদবকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিববলেন, “এটি একটি আইনি বিষয়। আজ আমরা আদালতে গিয়েছিলাম। আদালত আমাদের জামিন দিয়েছে।”

লালু প্রসাদ যাদব প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন অর্থাৎ ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের ‘গ্রুপ ডি’ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী এবং তাঁদের দুই কন্যা মিসা এবং হেমার বিরুদ্ধে। ঘটনার তদন্তে গত বছরের ২০ মে সিবিআই পটনা, দিল্লি-সহ দেশের মোট ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এর পর অগস্টে অভিযান চালানো হয় আরজেডির একাধিক নেতার বাড়িতে।

গত ২২ অক্টোবর ‘জমির বদলে চাকরি’ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে সিবিআই। লালু, রাবড়ি এবং তাঁদের দুই কন্যা মিসা ভারতী এবং হেমা যাদবের নামও ছিল সেই চার্জশিটে। এ ছাড়াও আরও ১২ জনের নাম ছিল চার্জশিটে। সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকার সময় বিভিন্ন ‘অযোগ্য’ ব্যক্তিকে মুম্বই, জব্বলপুর, কলকাতা-সহ রেলের বিভিন্ন বিভাগে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। অভিযোগ ছিল, অবৈধ ভাবে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা বা জমি নিয়েছিল লালুর পরিবার এবং ঘনিষ্ঠ নেতারা। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মামলা হয়।

গত এপ্রিল মাসে ইডি এই জমির বদলে চাকরি মামলায় তেজস্বীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। হোলির আগে তেজস্বীর দিল্লির বাড়ি-সহ ২৪টি জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অর্থ এবং সম্পত্তির হদিশ পাওয়ার কথা জানিয়েছিল ইডি। যদিও ইডির দাবিকে নস্যাৎ করে দিয়ে আরজেডি নেতা তেজস্বী তখন জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। তল্লাশি চালিয়ে কোন কোন জিনিস উদ্ধার করা হয়েছে, তা প্রকাশ্যে আনারও দাবি জানান তিনি। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলেছিলেন, “কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলির বিরুদ্ধে গুজব রটাচ্ছে, মিথ্যা খবর তৈরি করছে।”
সেই “জমির বদলে চাকরি” মামলাতেই এবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিন হল লালু, রাবরি ও তেজস্বীর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!