Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৮, ২০২৪

বেকসুর খালাস স্বঘোষিত ‘গড ম্যান’, মুক্ত আরও ৪

আরম্ভ ওয়েব ডেস্ক
বেকসুর খালাস স্বঘোষিত ‘গড ম্যান’, মুক্ত আরও ৪

বেকসুর খালাস পেলেন স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিম। মঙ্গলবার হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্ট তাঁকে সাংবাদিক খুনের মামলায় সম্পূর্ণ অব্যাহতি দিল। ২০২১ সালেএক আধিকারিক খুনে অভিযুক্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল। গুরমিতসহ ৪ জনকে আজ মুক্তি দিল আদালত।
২২ বছর  আগে ২০০২ সালে ডেরার ভিতরে খুন হন রাম রহিমের প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং। গুলি করে হত্যা করা হয় তাঁকে। রাম রহিম আশ্রমের মহিলাদের সাথে অভব্য আচরণ করেন বলে যে চিঠি ফাঁস হয়, তাঁর নেপথ্যে এই রঞ্জিত সিং ছিলেন বলেই অনুমান করা হয়।  ২০২১ সালে হরিয়ানার পঞ্চকুল্লার সিবিআই আদালত গুরমিত রাম রহিমকে এই মামলায় যাবজ্জীবন হাজতবাসের রায় শোনায় এবং ৩১ লাখ টাকার জরিমানা ধার্য করে ।
এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন স্বঘোষিত গুরু  রাম রহিম। আজ তাঁকে মুক্তি দিল হরিয়ানার উচ্চ আদালত । পাশাপাশি মুক্তি পেলেন আরও ৪ অভিযুক্ত, অবতার সিং, জসবীর সিং, কৃষ্ণ লাল এবং সবদিল সিং । এই মামলায় পঞ্চম অভিযুক্ত মামলা চলাকালীন মারা যান।

রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ ছিল এক সাংবাদিক হত্যারও। ‘পুরা সচ’ নামক সংবাদপত্রের সাংবাদিক রামচন্দ্র প্রজাপতি নিজের কাগজে ছেপেছিলেন যে, গুরমিত তাঁর ডেরা নামক আশ্রমে মহিলাদের ধর্ষণ করেন। ২০০২ সালে তাঁর বাড়ির সামনেই তাঁকে গুলি করে কজন বন্দুকবাজ। নিজের দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ৫৬ বছরের রাম রহিম এখন আছেন রোহতকের সুনারিয়া জেলায়। ২০১৪ সালে আচমকাই সংবাদের শিরোনামে আসে ‘ডেরা সচ্চা সওদা।’  শিষ্যাদের ধর্ষণের অভিযোগে  স্বঘোষিত গুরু গুরমিতের নাম জড়ায়। ২০১৭ সালে এই ঘটনাকে কেন্দ্র করে কুরুক্ষেত্র বাঁধে সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। ২৫০ জন আহত হন। এর আগে নিজেকে প্রচার করার জন্য ‘ এম এস জি: দ্য মেসেঞ্জার অফ গড’ ও এম এস জি: দ্য মেসেঞ্জার অফ গড ২’ নামক দুটি সিনেমাও করেন তিনি, যার নায়ক, পরিচালক, কাহিনীকার, সম্পাদক ছিলেন এই গুরমিত রাম রহিম।  সিনেমা দুটি তেমন একটা গ্রহণযোগ্য না হলেও, প্রচারের ঢক্কানিনাদে গুরমিতের ছবি সবার সামনে এসে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!