- দে । শ
- মে ২৩, ২০২৪
অধিকারীর নিশানায় অধিকারী ! এক্স যুদ্ধে বাড়ল ভোট, দাবি দেবের

‘শুভেন্দু হিরণের যুগলবন্দীতে আমার ৫০ হাজার ভোট বেড়ে গেল ।’ টুইট যুদ্ধে প্রতিক্রিয়া ঘাটাল লোকসভার তূণমুল প্রার্থী দেব এর ।
২৫ তারিখ ঘটালে নির্বাচন । হাইভোলটেজ এই কেন্দ্রে নির্বাচনী প্রচারকে ঘিরে শাসক-বিরোধী দুই দলের লড়াই তুঙ্গে । প্রতিদিনই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতির ময়দান । হিরণ দেবের সেই যুদ্ধেই ঘৃতাহুতি দিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টে । বৃহস্পতিবার সকালে ‘দেবের কীর্তি’ ক্যাপশানে একটি ছবি পোস্ট করেন শুভেন্দু । সেই ছবিতে দেখা যায় একটি ডায়রির পাতায় কিছু হিসেব লেখা, সঙ্গে ব্যাঙ্কে লেনদেনের একটি লেজার এক্যাউন্টের প্রিন্ট । যেখানে আরণ্যক ট্রেডার্সের সঙ্গে ভেঞ্চার লিমিটেড ( দেবের সংস্থার নামের খন্ডিত অংশ, ওই পোস্ট অনুসারে) ৫০ লক্ষ টাকার লেনদেনের হিসেব আছে । পাশাপাশি একটি ডায়রির পাতায় ‘দেব মোবাইল’ এবং ‘দেব ঘড়ি’ নামে দুটি খরচের হিসেবের উল্লেখ আছে । (এক্স পোস্টের তথ্য যাচাই করেনি আরম্ভ)
এই পোস্ট ঘিরেই শুভেন্দু অধিকারী দাবি করেন, যে ডায়রির পাতা তিনি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন তা গুরুপাচার কান্ডে অভিযুক্ত এনামুল হকের । ঘড়ি ও ফোন সম্পর্কে তিনি বলেন তূণমূল নেত্রী মহুয়া মৈত্রের মতোই দেবও একইভাবে সেসব নিয়েছেন । অন্যদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের দাবি আরণ্যক ট্রেডার্সের কর্ণধার ছিলেন এনামুল, তিনিই অভিনেতা দেবের সংস্থাকে টাকা দিয়েছেন ।
দেবের কীর্তি:- pic.twitter.com/5RrzlxvDcr
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 23, 2024
টুইট যুদ্ধে আসরে নামেন দেব । তিনি বলেন ব্যঙ্ক লেনদেনের গোপন তথ্য কীভাবে প্রকাশ্যে আসে । গরুপাচার কান্ডের তদন্তের সময় ব্যঙ্ক লেনদেনের বিষয়টি তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছিলেন । এগুলো কোর্ট বা সংশ্লিষ্ট দফতরের বাইরে এলো কী করে ? এর থেকেই পরিষ্কার শুভেন্দু অধিকারী এবং তার দল কতটা প্রভাব বিস্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলির ওপর । এরপর তিনিও এক্স পোস্ট করে লেখেন, তিনি যদি গরু চোর হন, তবে দেশের বিনোদন জগতের অনেকেই একই দোষে দোষী । এমনকি শুভেন্দু অধিকারীর স্নেহভাজন হিরণও তাদের থেকে টাকা নিয়েছেন । এপ্রসঙ্গে একটি পোস্টার টুইট করে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও….’ এরপরই তিনি লিখেছেন আমার ভদ্রতা আমার দুর্বলতা নয় ।’
তাহলে উনিও কি গরু চোর ?
শুভেচ্ছা দুজনকেই।
আর একটা কথা
আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।
😘😘😘 https://t.co/CYdpanJEit— Dev (@idevadhikari) May 23, 2024
রাজনীতি থেকে সিনেমা সব জায়গাতেই গুডবয় ভাবমূর্তি অভিনেতা দেব এর ইউএসপি । এমনকী বিরোধীদের সঙ্গে রাজনৈতিক সৌজন্যতা নিয়েও তিনি প্রশংসিত । বিজেপি সমর্থক অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে বিরোধী শিবিরের একাধিক ব্যক্তির সঙ্গে তিনি সৌজন্যতা বজায় রেখে চলেন। এবার নির্বাচনী প্রচারেও জয় শ্রীরাম ধ্বনি দেওয়া ব্যক্তিকে জড়িয়ে ধরেন তিনি । শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও তাঁর নাম জড়ানোর চেষ্টা হয়েছে ।
ঘাটাল লোকসভায় নির্বাচনের ঠিক দুদিন আগে, রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আক্রমণের জবাব দিতে গিয়ে এদিন ঘাটালের তূণমূল প্রার্থী বলেন, বিচারাধীন একটি বিষয় নিয়ে জনসমক্ষে বলার ক্ষেত্রে কিছু আইনি বিধি নিষেধ থাকে, সেজন্য গত আড়াই বছর ভেতর ভেতর কষ্ট পেয়েছি । আজ শুভেন্দু অধিকারী এবং হিরণ তা জনসমক্ষে আনায় আমি তাদের কাছে কূতজ্ঞ, ধন্যবাদ তাঁদের কে । এর কয়েক ঘন্টা পরেই বিজেপির দুই নেতাকে নিশানা করে আরেকটি পোস্ট করেন দেব, সেই পোস্টে তিনি লেখেন, সিনেমার জন্য লগ্নি করেছিল আরণ্যক ট্রেডার্স। ছবি রিলিজের পরে সেই টাকা ফেরতও দেওয়া হয়েছে। সেই লেনদেনের একটি ছবিও দিয়েছেন ওই পোস্টে ।
সিনেমা জন্য লগ্নি করেছিলেন
সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…এই যে ডক্টর বাবু 😉
আমার Ledger https://t.co/n8B0pIW8D9 pic.twitter.com/I5jerWKXEa— Dev (@idevadhikari) May 23, 2024
শুভেন্দু বাবুর পূর্ব ঘোষিত ২৩ মের চমক প্রসঙ্গ উল্লেখ করে ঘাটালের বিজেপি প্রার্থী আজ সংবাদ মাধ্যমে তিনি বলেন, দেব বলেছিলেন, টাকা নিয়েছি কেউ যদি প্রমাণ করতে পারে তবে তিনি অভিনয় ছেড়ে দেবেন । টাকা যে নিয়েছেন তার সচিত্র প্রমাণ দিয়েছেন শুভেন্দু অধিকারী । এবার দেব সর্বসমক্ষে এসে নিজের কথা রাখুক ।
সিনেমা জন্য লগ্নি করেছিলেন
সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…এই যে ডক্টর বাবু 😉
আমার Ledger https://t.co/n8B0pIW8D9 pic.twitter.com/I5jerWKXEa— Dev (@idevadhikari) May 23, 2024
এপ্রসঙ্গে চিত্রঅভিনেতা দেব বলেন, হিরণ ঢপের ডক্টর । জনসধারণের কাছে ওর কোনো বিশ্বাস যোগ্যতা নেই ।
❤ Support Us