Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৮, ২০২৪

আদালতে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট পেশ ডিজির। মামলার শুনানি ২০ জুন

আরম্ভ ওয়েব ডেস্ক
আদালতে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট পেশ ডিজির। মামলার শুনানি ২০ জুন

ভোট পরবর্তী হিংসা নিয়ে আদলতে রিপোর্ট দিল রাজ্য । রাজ্যবাসীর নিরাপত্তার স্বার্থেই রাজ্য প্রশাসনকে, গত ৬ জুন, নতুন মেল আইডি খোলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ । সেই অভিযোগের ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানোর কথাও বলা হয়েছিল ওই নির্দেশে । সেই অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, গত ১৪ জুন, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করে রিপোর্ট পেশ করে ।

রাজ্যের বিরোধী দলনেতা এবং রাষ্ট্রবাদী আইনজীবী নামক একটি সংগঠন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনিক নিষ্ক্রয়তার অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করে । তারই প্রাথমিক শুনানিতে, হাইকোর্ট হিংসা রুখতে, অভিযোগ খতিয়ে দেখে এফআইআর নথিভুক্ত সহ, কিছু নির্দেশ দেয় রাজ্য পুলিশের অধিকর্তাকে । ১৪ জুন সেই মতো রিপোর্ট পেশ করেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় । মঙ্গলবার হাইকোর্টে, সেই মামলার শুনানি শুরু হতে জানা যায়, রাজ্য পুলিশের পেশ করা রিপোর্ট, মামলাকারীদের সবপক্ষের কাছে এসে পৌঁছোয়নি, ফলে ২০ তারিখ অবধি মামলা পিছিয়ে যায় ।

গত ছয় জুন, ভোট পরবর্তী হিংসা রোধ এবং জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে যৌথ ভাবে কাজ করার নির্দেশ দিয়েছিল কোর্ট । পাশাপাশি যেসব অভিযোগ মেলের মাধ্যমে নিথিভূক্ত হচ্ছে, তা খতিয়ে দেখে, ডিজির তত্বাবধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল কোর্ট । হিংসা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তারও বিস্তারিত রিপোর্ট পেশেরও নির্দেশ ছিল। ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত, মেলের মাধ্যমে নথিভূক্ত অভিযোগ সংক্রান্ত সেই রিপোর্টই আদালতকে জমা দেয় রাজ্য পুলিশ। সেখানে বলা হয়েছে , ইমেলে মোট ৫৬০টি অভিযোগ জমা পড়েছে । তার মধ্যে ১০৭টি ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে । ৯২টির ক্ষেত্রে অপরাধের প্রমান মেলেনি । সারবত্তাহীন অভিযোগ ১১৪টি । ৮৮টি ক্ষেত্রে একই ঘটনার প্রেক্ষিতে ভুয়ো অভিযোগ । ১৮টিতে ভোট পরবর্তী হিংসার যোগ পাওয়া যায়নি । তিনটি অভিযোগ অসম্পূর্ণ তা খতিয়ে দেখার কাজ চলছে ।

এরমধ্যেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ানোর জন্য হাইকোর্টের দারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার প্রেক্ষিতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা ১৯ থেকে বাড়িয়ে ২১ জুন অবধি করা নির্দেশ দেয় আদালত ।

৬জুন রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ পর্যপেক্ষণে বলেছিলেন, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য প্রশাসনের । নির্বাচনের পর হিংসা রাজ্যের ক্ষেত্রে একটা নিয়মে পরিণত হয়ে গেছে, যা কখনোই বরদাস্ত করা যায় না । নাগরিক নিরাপত্তার প্রশ্নে রাজ্যের স্পষ্ট পদক্ষেপ কী তাও জানাতে বলা হয়েছিল । সেই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার ।

এদিকে নির্বাচনের পর গোটা রাজ্যেই পদ্ম শিবিরের সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা । সেই সাক্ষাতে সি ভি আনন্দের কাছে, রাজ্যে দূর্গাপুজো অবধি কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি জানান বিরোধী দলনেতা । মঙ্গলবার, ভোট পরবর্তী হিংসায় দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলতে এবং পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে পর্যবেক্ষক টিম প্রেরণ করেছে পদ্ম শিবিরের কেন্দ্রীয় কমিটি । সেই প্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা মামলার রায় কোন দিকে যায় সেটাই দেখার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!