- এই মুহূর্তে দে । শ
- জুন ১৮, ২০২৪
আদালতে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট পেশ ডিজির। মামলার শুনানি ২০ জুন
ভোট পরবর্তী হিংসা নিয়ে আদলতে রিপোর্ট দিল রাজ্য । রাজ্যবাসীর নিরাপত্তার স্বার্থেই রাজ্য প্রশাসনকে, গত ৬ জুন, নতুন মেল আইডি খোলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ । সেই অভিযোগের ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানোর কথাও বলা হয়েছিল ওই নির্দেশে । সেই অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়, গত ১৪ জুন, ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করে রিপোর্ট পেশ করে ।
রাজ্যের বিরোধী দলনেতা এবং রাষ্ট্রবাদী আইনজীবী নামক একটি সংগঠন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনিক নিষ্ক্রয়তার অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করে । তারই প্রাথমিক শুনানিতে, হাইকোর্ট হিংসা রুখতে, অভিযোগ খতিয়ে দেখে এফআইআর নথিভুক্ত সহ, কিছু নির্দেশ দেয় রাজ্য পুলিশের অধিকর্তাকে । ১৪ জুন সেই মতো রিপোর্ট পেশ করেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় । মঙ্গলবার হাইকোর্টে, সেই মামলার শুনানি শুরু হতে জানা যায়, রাজ্য পুলিশের পেশ করা রিপোর্ট, মামলাকারীদের সবপক্ষের কাছে এসে পৌঁছোয়নি, ফলে ২০ তারিখ অবধি মামলা পিছিয়ে যায় ।
গত ছয় জুন, ভোট পরবর্তী হিংসা রোধ এবং জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে যৌথ ভাবে কাজ করার নির্দেশ দিয়েছিল কোর্ট । পাশাপাশি যেসব অভিযোগ মেলের মাধ্যমে নিথিভূক্ত হচ্ছে, তা খতিয়ে দেখে, ডিজির তত্বাবধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল কোর্ট । হিংসা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তারও বিস্তারিত রিপোর্ট পেশেরও নির্দেশ ছিল। ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত, মেলের মাধ্যমে নথিভূক্ত অভিযোগ সংক্রান্ত সেই রিপোর্টই আদালতকে জমা দেয় রাজ্য পুলিশ। সেখানে বলা হয়েছে , ইমেলে মোট ৫৬০টি অভিযোগ জমা পড়েছে । তার মধ্যে ১০৭টি ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে । ৯২টির ক্ষেত্রে অপরাধের প্রমান মেলেনি । সারবত্তাহীন অভিযোগ ১১৪টি । ৮৮টি ক্ষেত্রে একই ঘটনার প্রেক্ষিতে ভুয়ো অভিযোগ । ১৮টিতে ভোট পরবর্তী হিংসার যোগ পাওয়া যায়নি । তিনটি অভিযোগ অসম্পূর্ণ তা খতিয়ে দেখার কাজ চলছে ।
এরমধ্যেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ানোর জন্য হাইকোর্টের দারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার প্রেক্ষিতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা ১৯ থেকে বাড়িয়ে ২১ জুন অবধি করা নির্দেশ দেয় আদালত ।
৬জুন রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ পর্যপেক্ষণে বলেছিলেন, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য প্রশাসনের । নির্বাচনের পর হিংসা রাজ্যের ক্ষেত্রে একটা নিয়মে পরিণত হয়ে গেছে, যা কখনোই বরদাস্ত করা যায় না । নাগরিক নিরাপত্তার প্রশ্নে রাজ্যের স্পষ্ট পদক্ষেপ কী তাও জানাতে বলা হয়েছিল । সেই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার ।
এদিকে নির্বাচনের পর গোটা রাজ্যেই পদ্ম শিবিরের সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা । সেই সাক্ষাতে সি ভি আনন্দের কাছে, রাজ্যে দূর্গাপুজো অবধি কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি জানান বিরোধী দলনেতা । মঙ্গলবার, ভোট পরবর্তী হিংসায় দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলতে এবং পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে পর্যবেক্ষক টিম প্রেরণ করেছে পদ্ম শিবিরের কেন্দ্রীয় কমিটি । সেই প্রেক্ষিতে ভোট পরবর্তী হিংসা মামলার রায় কোন দিকে যায় সেটাই দেখার ।
❤ Support Us