Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৩

যামিনী রায়ের বাড়ির হাতবদল। গড়ে উঠছে শিল্পীর স্থায়ী প্রদর্শশালা

আরম্ভ ওয়েব ডেস্ক
যামিনী রায়ের বাড়ির হাতবদল। গড়ে উঠছে শিল্পীর স্থায়ী প্রদর্শশালা

চিত্রশিল্পী যামিনী রায়ের কলকাতার আবাসের মালিকানা বদল হচ্ছে। দিল্লি আর্ট গ্যালারি  দায়িত্ব নিচ্ছে বাড়িটির। এখানে শিল্পীর ব্যক্তিগত সংগ্রহে
২৭২ টি ছবি আছে। সংবাদ সংস্থার খবর, এই ছবিগুলোকে নিয়ে একটি চিত্র প্রদর্শনী গড়ে তুলতে পারে দিল্লি আর্ট গ্যালারি।

কলকাতা পুরসভা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছিল মহানগরের যে সমস্ত ঐতিহ্যশালী বাড়িগুলোকে কোনো গ্রেড ভুক্ত করা হয়নি, সেগুলোকে কয়েকটি গ্রেডের আওতায় আনা হবে।বাড়ির রক্ষনাবেক্ষণের প্রয়োজনীয়তা অনুসারে এই বিভাজন করা হয়। গ্রেড-১ , গ্রেড২এ, গ্রেড ২বি ও গ্রেড-৩ এই চারভাগে ভাগ করে শহরের বাড়িগুলোর শ্রেণীবিন্যাস করে পুরসভা। এদের মধ্যে গ্রেড-১ ভুক্ত বাড়িগুলোর সবথকে ভগ্নপ্রায় দশা। যার রক্ষ্ণাবেক্ষ্ণের প্রয়োজনীয়তা দেখা দেয়। যামিনী রায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িটিও এই শ্রেণির অন্তর্ভূক্ত হয়েছিল। ২০১৯ সালে দিল্লি চিত্র প্রদর্শন শালার সঙ্গে এ বাড়ির বিক্রি নিয়ে কথা বলা শুরু করে পুরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটি। সম্প্রতি ঠিক হয়েছে যে বালিগঞ্জ প্লেসে ১৮/২৯ যামিনী রায় সরণির বাড়িটির মালিকানা দেওয়া হবে দিল্লি আর্ট গ্যালারিকে। তবে শর্ত একটাই রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব পালন করতে হবে সংস্থাকে। শিল্পীর পরিবার বিষয়টি সুনিশ্চিত করলেও এ নিয়ে বেশি মন্তব্য করতে চাননি।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!