- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৫, ২০২৪
মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পরদিনই তাঁর নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে ডিজিপি
ভিআইপি কনভয় মুভমেন্টের সময় নিরাপত্তায় কোনও গাফিলতি নয়। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের এমনই নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
বৈঠকে ডিজিপি স্পষ্ট জানিয়ে দেন, ভিভিআইপি কনভয় ব্যবস্থাপনায় কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। ভিআইপিদের কনভয়ের আগে সেই জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সতর্ক ভাবে থাকতে হতে হবে।
বুধবার বর্ধমানের গোদার মাঠে সভা শেষে গাড়ি নিয়ে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রীর কনভয়ে তাঁর গাড়ির সামনে প্রচন্ড বেগে অন্য একটি গাড়ি এসে পড়লে মুখ্যমন্ত্রীর গাড়ির চালককে আচমকা গাড়ির রেক চাপতে হয়। তখন গাড়ির ড্যাশবোর্ডে মাথায় ধাক্কা লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই দুর্ঘটনার বর্ণনা নিজেই দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলেন, “একটা গাড়ি আমার কনভয়ে আচমকা ঢুকে পড়ে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার গাড়িচালক বুদ্ধি করে ব্রেক কষেন। ঠিক সময়ে ব্রেক না কষলে মরেই যেতাম। জানলাটা খোলা ছিল। ড্যাশবোর্ডটা আমার মাথায় লেগেছে। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যুও হতে পারত। কাচ-সহ ড্যাশবোর্ড আমার সারা গায়ে ঢুকে যেত। গাড়িটা চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি।”
মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপির গাড়ির সামনে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি কেমন করে ঢুকতে পারল তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আঁটোসাটো করতে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে ডিজিপি জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারেটের কমিশনারদের আরও সচেতন হতে নির্দেশ দেন।
❤ Support Us