- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৯, ২০২৩
৫০ এর অর্ধশতক, বিরাট রেকর্ডে শিখর ছায়া
আইপিএলে হাফ সেঞ্চুরি করার দিক দিয়ে বিরাট কোহলিদের কৃতিত্ব স্পর্শ করলেন শিখর ধাওয়ান। আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি ৫০টি হাফ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। শিখর ধাওয়ানের আগে ৫০ হাফ সেঞ্চুরির মাইলস্টোনে পোঁছন ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলি। তবে দ্রুততম ৫০টি হাফ সেঞ্চুরি করার ব্যাপারে কোহলিকে টপকে গেছেন ধাওয়ান।
সোমবার ইডেনে নাইট রাইডার্সের বিরুদ্ধে জীবনের পঞ্চাশতম হাফ সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান। এদিন ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৭ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ৯টি বাউন্ডারি ১টা ওভার বাউন্ডারি। ২১৪ ম্যাচে ৫০তম হাফ সেঞ্চুরির মাইলস্টোনে পৌঁছন ধাওয়ান। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ওয়ার্নার ১৭২ ম্যাচ খেলে ৫৯ টি হাফ সেঞ্চুরি করেছেন। অন্যদিকে, বিরাট কোহলি ৫০ তম হাফ সেঞ্চুরিতে পৌঁছন ২৩৩ ম্যাচে। এই দিক দিয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি ২১৪ ম্যাচে ৫০ তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
চলতি আইপিএলে ৮ ম্যাচে ৩৪৯ রান করেছেন শিখর ধাওয়ান। গড় ৫৮.১৭, স্ট্রাইক রেট ১৪৩.৬৭। ৪৭টি বাউন্ডারি মেরেছেন ধাওয়ান। ওভার বাউন্ডারি মেরেছেন ২২টি। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। কাঁধে চোটের জন্য তিনটি ম্যাচ খেলতে পারেননি পাঞ্জাব কিংস অধিনায়ক। যদি সব ম্যাচ খেলতে পারতেন, তাহলে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় আরও ওপরের দিকে থাকতেন। আইপিএলের ইতিহাসে কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ধাওয়ান ২৩৩ ম্যাচে কোহলির মোট রান ৭০৪৩। আর দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ২১৪ ম্যাচে তিনি করেছেন ৬৫৯৩। আর তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ১৭২ ম্যাচে তিনি করেছেন ৬২১১।
❤ Support Us