- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৯, ২০২৩
“ফ্যান”-এর জন্মদিনে হাজির স্বয়ং ধোনি
স্বভাবে বরাবরই তিনি শান্ত প্রকৃতির। ট্রফি জয়ের নিরিখে ভারতীয় ক্রিকেট টিমের সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। মতান্তরে সর্বকালের সর্বসেরা উইকেট কিপার, ব্যাটসম্যান তিনি। তিনি হলেন, মহেন্দ্র সিংহ ধোনির, যাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সারা দুনিয়া জুড়েই মাহির অসংখ্য “ফ্যান”। এমন প্রিয় খ্যাতিমান ব্যক্তিত্বের সান্নিধ্য তাঁর অনুরাগীরা যে চাইবেন সেটা আর বলা অপেক্ষা রাখে না। মহেন্দ্র সিং ধোনির এক ভক্তের জন্মদিনে সটান হাজির হলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।
View this post on Instagram
ধোনির এই “ফ্যান”-এর নাম সুবোধ সিংহ কুশয়াওয়া। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে তাঁকে তাঁর জন্মদিনে কেক কাটতে দেখা যাচ্ছে। আর সেই সৌভাগ্যবানের জন্মদিনের কেক কাটার সময় তাঁর পাশে তাঁর পরিবাবের সঙ্গে উপস্থিত স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির অন্ধ ভক্ত এই ব্যক্তির ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “পৃথিবীর সবথেকে ভাগ্যবান মানুষ।” তিনি আরও লেখেন, “একজন এম এস ধোনি ভক্তের জন্য এমন জন্মদিন উদযাপনটা অনেকটা স্বপ্নের মতো।” সত্যিই এটা সুবোধ সিংহ কুশয়াওয়ার স্বপ্নের জন্মদিন।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে, জন্মদিনে সুবোধ সিংহ কুশয়াওয়াকে জন্মদিনের কেক কেটে ধোনিকে খাওয়াতে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বেশ মজা করে সেই কেক তো খেলেনই, পাশাপাশি সুবোধ সিংহ কুশয়াওয়াকে কেকও খাওয়ান। এখানেই শেষ নয়। বার্থডে বয়কে যখন বাকিরা কেক মাখাতে ব্যস্ত, তখন ধোনি ওই ব্যক্তির হাতও চেপে রাখেন যাতে কেক মাখাতে তিনি কোনও বাঁধার সৃষ্টি করতে না পারেন। কুশয়াওয়াকে প্রায়শই ধোনির ফার্ম হাউজের আশেপাশে তাঁর না না কার্যকলাপের ভিডিও শেয়ার করতে দেখা যায়। পাশাপাশি তিনি ধোনির ডাকনাম ‘মাহি’ নামের একটি ক্রিকেট অ্যাকাডেমিও চালান। সত্যি ভাগ্যবান এই সুবোধ সিংহ কুশয়াওয়া। সার্থক তাঁর জন্মদিন।
❤ Support Us