শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পালিশ করা হিরে ও রত্নের দামের ক্ষেত্রে আমদানি শুল্ক ৫ শতাংশ কামনোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । আর আনকাট ডায়মন্ডের ক্ষেত্রে আমদানি শুল্ক একেবারে শূন্য হবে। লোকসভায় ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী এ কথা ঘোষণা করেছেন।
সরকার এবার থেকে ই-কমার্সের মাধ্যমেও যাতে হিরে-রত্ন-মণির রফতানি চালানো যেতে পারে সেটার ব্যবস্থা করবে। যেজন্য একটি ‘সিমপ্লিফায়েড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক’ও তৈরি করা হবে। ইমিটেশন জুয়েলারির ক্ষেত্রেও প্রতি কিলোগ্রামের ক্ষেত্রে ৪০০ টাকা করে দিতে হবে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34