- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৬, ২০২৪
মারাদোনার গোল্ডেন বলের নিলাম আটকাতে ফ্রান্সের আদালতের দ্বারস্থ হচ্ছেন দুই মেয়ে

দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিল ১৯৮৬ বিশ্বকাপে জেতা দিয়েগো মারাদোনার সোনার বল। নিলামের জন্য সামনে আসতেই হাজির উত্তরাধিকার। নিলাম থামাতে আদালতের শরণাপন্ন হতে চলেছেন মারাদোনার দুই মেয়ে। আইনজীবীর মাধ্যমে ফ্রান্সের আদালতে মামলা করছেন।
দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ১৯৮৬ বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতেছিলেন মারাদোনা। দীর্ঘদিন ধরে সেই গোল্ডেন বলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মারাদোনার মৃত্যুর সাড়ে তিন বছর পর হারিয়ে যাওয়া সেই গোল্ডেন বল হঠাৎ করেই সামনে এলেছে। ফ্রান্সের নিলাম সংস্থা আগুট ঘোষণা করেছে মারাদোনরা সেই গোল্ডেন বল আগামী মাসে প্যারিসে নিলামে তোলা হবে।
মারাদোনার দুই মেয়ে দাবি করেছেন, তাঁদের বাবার বল চুরি গিয়েছিল। সেই বল নিলামে তোলার কোনও অধিকার নেই কারও। তাঁদের আইনজীবী জিলেস মোরেউ জানিয়েছেন, গোল্ডেন বল নিলামে না তোলার জন্য তিনি প্যারিসের কাছাকাছি ন্যানতেরে আদালতে আবেদন জানাবেন। পাশাপাশি গোল্ডেন বল চুরি যাওয়ার জন্য অভিযোগও জানাবেন।
নিলাম সংস্থা আগুট জানিয়েছে, প্যারিসের এক ব্যক্তিগত সংগ্রহশালার নিলাম থেকে ২০১৬ সালে মারাদোনার হারিয়ে যাওয়া গোল্ডেন বল পাওয়া গেছে। আগুটের পক্ষ থেকে বলা হয়েছে, গোল্ডেন বলটি হারিয়ে যাওয়ার পর অনেকেই দাবি করেছিলেন ঋণ শোধ করার জন্য মারাদোনা সেটা বিক্রি করে দিয়েছিলেন। আর একটা মত উঠে আসে, ১৯৮৯ সালে ইতালিয়ান লিগে খেলার সময় নেপলসের একটা ব্যাঙ্ক থেকে গোল্ডেন বলটি চুরি যায়। মারাদোনার দুই মেয়েও বিশ্বাস করেন, গোল্ডেন বলটি ব্যাঙ্ক থেকে চুরি গিয়েছিল।
মারাদোনার দুই মেয়ের আইনজীবী জিলেস মোরেউ জানিয়েছেন, মারাদোনার পরিবার গোল্ডেন বল নিলামে তোলা আটকাতে চায়। ফরাসি আইনে, কোনও জিনিসের মালিক যদি সেই জিনিসকে নিজের বলে দাবি করেন, তবে সেই দাবিকে অস্বীকার করা যাবে না। ৬ জুন এই নিলাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নিলামে অংশগ্রহণকারীদের দেড় লাখ ইউরো জমা দিতে বলা হয়েছে।
❤ Support Us