- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৮, ২০২৪
৬ জুন নিলামে উঠছে ‘চুরি যাওয়া’ মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বল

১৯৮৬ সালে দিয়োগো মারাদোনার কৃতিত্বে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করে কলে দলকে ফাইনালে তুলেছিলেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পেয়েছিলেন সোনার বল। দীর্ঘদিন মারাদোনার সেই সোনার বলের কোনও খোঁজ ছিল না। অবশেষে চুরি যাওয়া সোনার বলের খোঁজ মিলেছে। আগামী মাসে নিলামে তোলা হচ্ছে ১৯৮৬ বিশ্বকাপে পাওয়া মারাদোনার সেই সোনার বল। নিলামকারী সংস্থা আগুটেস ৬ জুন বলটি প্যারিসে নিলামে তুলবে।
মৃত্যুর আগে অবশ্য মারাদোনা দেখে যেতে পারেননি তাঁর সেই ‘চুরি যাওয়া’ সোনার বল। মারাদোনার এই সোনার বল নিয়ে নানারকম গুজব তৈরি হয়েছিল। শোনা যায়, ঋণ পরিশোধের জন্য মারাদোনা নাকি সোনার বলটি বিক্রি করে দিয়েছিলেন। কারও দাবি, ইতালির লিগে খেলার সময় মারাদোনা নেপলসের একটা ব্যাঙ্কে বলটা গচ্ছিত রেখেছিলেন। ১৯৮৯ সালে ব্যাঙ্ক থেকে বলটা চুরি হয়ে যায়। তারপর সেটা গলিয়ে ফেলা হয়েছিল।
নিলামকারী সংস্থা আগুটেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মারাদোনার সোনার বল নিয়ে নানারকম গল্পকথা ছড়িয়ে রয়েছে। আমাদের কাছে ১ বছর ধরে বলটা রয়েছে। এটা নিয়ে আমরা নানারকম পরীক্ষা–নিরীক্ষা করেছি। এটা মারাদোনার অ্যাডিডাস গোল্ডেন বল হিসেবে প্রমাণিত হয়েছে।’ কীভাবে বলটা তাদের কাছে এসেছে? আগুতেসের ক্রীড়াবিশেষজ্ঞ ফ্রাঁসোয়া থিয়েরি বলেন, ‘২০১৬ সালে বেশ কয়েকটা জিনিসের সঙ্গে এক ব্যক্তি এই সোনার বলটিও নিয়ে এসেছিলেন নিলামে তোলার জন্য। ওই ব্যক্তি জানতেন না বলটা এত গুরুত্বপূর্ণ। পরে ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন। তিনি পরে ফিফা ও মারাদোনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও পারেননি।’
৬ জুন নিলামের জন্য দিন ধার্য করা হয়েছে। যারা নিলামে অংশ নেবেন, তাঁদের ১৫ লক্ষ ইউরো জমা দিতে বলা হয়েছে। নিলামকারী সংস্থার মতে, বেশ ভাল দামে বিক্রি হবে মারাদোনার গোল্ডেন বল। আগেই ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার ইংল্যান্ড ম্যাচের জার্সি ৯০ লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছে।
❤ Support Us