Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৩, ২০২৪

কীর্তি-দিলীপ কোলাকুলি মন্তেশ্বরে। ভোটে ঝামেলায় রক্তাক্ত তৃণমূল কর্মী, আক্রান্ত সংবাদমাধ্যম

আরম্ভ ওয়েব ডেস্ক
কীর্তি-দিলীপ কোলাকুলি মন্তেশ্বরে। ভোটে ঝামেলায় রক্তাক্ত তৃণমূল কর্মী, আক্রান্ত সংবাদমাধ্যম

দুজনে দেখা হল। ভুলে গেলেন ‘যুদ্ধ’। কোলে টেনে নিলেন একে অন্যকে। বর্ধমান-দুর্গাপুর লোকসভার ২ প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদ আর বিজেপির দিলীপ ঘোষের আলিঙ্গন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন মন্তেশ্বর-কুসুমগ্রাম রোডের কুসুমগ্রাম বাজারের কাছে থাকা লোকজন। ভোটের আবহে বিরল দৃশ্য দেখে সকলেরই বক্তব্য, আহা এমন দৃশ্য যদি সবসময় দেখা যেত! দুজনে নমস্কার বিনিময় করলেন। কী কথা হল দুজনের? কীর্তি জানান, সৌজন্যমূলক সাক্ষাৎকার। আর দিলীপবাবু কোলাকুলি কীর্তিকে পরামর্শ দিলেন, ‘রোদে দাঁড়াবেন না। কষ্ট হবে। গাড়ির ভিতরে গিয়ে বসুন।’  রাস্তার ধারে নিজের গাড়ির কাছে দাঁড়িয়েছিলেন কীর্তি আজাদ। দিলীপবাবু ওই রাস্তা ধরে যাওয়ার সময় দেখেন, তাঁকে দেখে হাত নাড়েন কীর্তি। গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন দিলীপবাবু। দিলীপবাবু বললেন, ‘উনি আগে বিজেপি করতেন। পূর্ব পরিচিত। তাই কষ্ট হবে বলে রোদে দাঁড়াতে বারণ করলাম।’ ভোটের ময়দানে কীর্তি আজাদকে কোন জায়গায় রাখবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপবাবু বলেন, ‘৪ জুন অবধি ময়দানে আছেন। তারপর কোথায় থাকবেন দেখুন।’

এই ঘটনার কিছুক্ষণ বাদেই তুলকালাম কাণ্ড হয় মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের তুল্যা গ্রামের ৫৬নং বুথে। দিলীপবাবুর নিরাপত্তারক্ষীর আক্রমণে ইনসান খান নামে এক তৃণমূল কর্মীর কপাল ও চোখ গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ। পাল্টা দিলীপবাবুর গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিলীপবাবুর গাড়ি-সহ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। জখম হন কয়েকজন সাংবাদিকও। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের জখম কর্মী ইনসানকে দিলীপবাবুর গাড়ির সামনে শুইয়ে পথ অবরোধ করেন। পরে ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল তুল্যা গ্রামের ওই বুথে। দিলীপবাবু এসে উত্তেজনা ছড়ালেন। আমাদের একজন কর্মী জখম হয়েছেন।’ দিলীপবাবু অবশ্য তৃণমূল কর্মীর জখম হওয়াকে ‘তামাশা ও নিজেদের মধ্যে মারামারির ফল’ আখ্যা দেন। বললেন, ‘আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না। সন্ত্রাস করছে। পুলিশ নীরব দর্শক।’ বর্ধমান শহর ও দুর্গাপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!