শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
একটাই দল ভোটে দাঁড়াবে। তাকেই সবাই ভোট দেবে বাকি দলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। নাম না করেও বঙ্গের শাসক দলকে দুষলেন বিজেপির রাজ্য সভাপতি।
গতকালই উত্তরবঙ্গের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিশাল ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। বিজেপির প্রার্থীরা ৪-০ আসনে হেরে যাওয়ার পর। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দিলীপ ঘোষ উদ্বেগ প্রকাশ করে বলেন যে পশ্চিমবঙ্গের অবস্থা চিনের মত হয়ে যাবে। একটাই দল ভোটে দাঁড়াবে। তাকেই সবাই ভোট দেবে। বাকি দলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। এই ভাবেই উপনির্বাচন হইয়েছে এবং সেখানে প্রার্থীকেও ভোট দিতে দেওয়া হয় নি বলেই দাবি করেছেন তিনি। উপনির্বাচনের ফল দিয়ে কিছু বোঝা যাবে না এমনটাই দাবি দিলীপের।
সামনেই পুরভোট হবে শহরে। বিজেপি সর্ব শক্তি দিয়ে লড়বে বলে জানিয়েছেন তিনি। ভোট ঠিকমত হলে পরিস্থিতি আলাদা হবে আশা দিলীপের। যদিও শান্তিপূর্ণ ভোট হওয়ার আশা খুব কম বলেই তাঁর ধারণা। শেষ পুরভোটে ২০১৫ সালে বিধাননগরে রিপোর্টাররা মার খেয়েছে সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে বিরোধী দলের পোলিং এজেন্টরাও মার খেয়েছে এবং কলকাতাতেও একই জিনিস হয়েছে এবং শাসক দল আবার তাই করবে বলে দাবি করেছেন তিনি।
বেশ কয়েকদিন ধরে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির দল বদল করবেন এমন খবর হাওয়ায় উড়ছে। সে ব্যাপারেও সমস্ত জল্পনায় জল ঢেলে দিলীপ বাবু বলেন, যে দলের মনোবল ভেঙে দেওয়ার জন্য বাজারে নানা গুজব রটানো ছড়ানো হচ্ছে। লকেট চ্যাটার্জি বিজেপিতেই আছেন সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে তিনি বলেন যদিও তথাগত রায় কে নিয়ে কোনও মন্তব্ব করতে চাননি তিনি। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা নেওয়া উচিৎ সেটা ঠিক করার জন্য দলের কেন্দ্রীয় নেতারা আছেন এমন তাই জানিয়েছেন দিলীপ ঘোষ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34