Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১, ২০২৪

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের

আরম্ভ ওয়েব ডেস্ক
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের

আইপিএল চলাকালীন ইঙ্গিতটা দিয়েছিলেন। অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দীনেশ কার্তিক। আজ আনুষ্ঠানিক ভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন এই উইকেটকিপার-ব্যাটার।

সদ্য সমাপ্ত আইপিএলে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরাজয়ের পর আবেগপূর্ণ বিদায় দিয়েছিলেন সতীর্থরা। অবশেষে দশ দিন পর সরকারিভাবে স্ট্যাম্প লাগিয়ে দিলেন দীনেশ কার্তিক। আজ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে দীনেশ কার্তিক লিখেছেন, “কিছুদিন ধরে অনেক চিন্তা-ভাবনার পর আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করছি। খেলার দিনগুলি পেছনে ফেলে রেখে আমি নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হচ্ছি।”

দীনেশ কার্তিক আরও লিখেছেন, “আমি আমার সমস্ত কোচ অধিনায়ক নির্বাচক সতীর্থ এবং সাপোর্ট স্টাফ সদস্যদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার এই দীর্ঘ ক্রিকেট জীবনের যাত্রাকে আনন্দদায়ক করে তুলেছেন। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবান বলে মনে করি। আমার বাবা-মা দীর্ঘদিন ধরে আমার শক্তি ও সমর্থনের স্তম্ভ হয়ে রয়েছেন। তাঁদের আশীর্বাদ ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। স্ত্রী দীপিকার কাছেও আমি প্রচুর ঋণী। একজন পেশাদার ক্রীড়াবিদ হয়েও আমার এগিয়ে চলার জন্য নিজের কেরিয়ারকে সংক্ষিপ্ত করেছে।” পাশাপাশি নিজের ভক্ত এবং অনুগামীদেরও ধন্যবাদ জানিয়েছেন দীনেশ কার্তিক।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে শেষবার দেশের হয়ে খেলেছিলেন দীনেশ কার্তিক। দুই দশক ধরে দেশের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। অবসর নেওয়ার আগেই তিনি ধারাভাষ্য দিতে শুরু করেন। বিগত কয়েক বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন। অবসরের পর তিনি ধারাভাষ্যকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!