- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৮, ২০২৪
উত্তরবঙ্গে বিজেপির ঘরে ভাঙ্গন। নিশীথের সঙ্গ ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন জয়দীপ

নির্বাচনের আগে দল ভাঙার রাজনীতি এই রাজ্যে এখন নতুন ঘটনা নয়। আর এই ভাঙ্গনের পথ ধরেই লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপিতে এবার বড় ধাক্কা। বিজেপির অন্যতম জেলা সম্পাদক, দিনহাটার বাসিন্দা জয়দীপ ঘোষ পদ্ম ছেড়ে ঘাসফুলে ফিরলেন। যদিও জয়দীপ গত পুরসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হয়ে উঠেছিলেন নিশীথ প্রামানিকের ঘনিষ্ঠ। তবে আবার নিজের পুরনো ঘরেই লোকসভা নির্বাচনের আগে ফিরে এলেন জয়দীপ ঘোষ। জেলা কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তৃণমূলে থাকাকালীন এই জয়দীপ ঘোষ উদয়ন ঘোষের ডানহাত বলে পরিচিত ছিলেন।
সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “জয়দীপ ঘরে ফিরে এসেছে, এটাই বড় বিষয়। গত কয়েকমাসে ও বুঝতে পেরেছে বিজেপিতে কেউ থাকতে পারে না। আসল ঘর কোনটি, সেটা ওর কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। নিজের ঘরের লোকেরা বকা দিলেও যে তার মধ্যে আন্তরিকতা থাকে, সেটা জয়দীপ উপলব্ধি করতে পেরেছে। এখানে তাঁকে যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো হবে।’’
তৃণমূলের জেলা সভাপতি বলেন, ‘‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জয়দীপ দলবদল করেছিলেন। তবে আলোচনার মধ্য দিয়ে সেটা মিটে গিয়েছে। দল তাঁকে যোগ্য মর্যাদা দেবে।”
দিনহাটায় বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে জয়দীপের অবদান অনেকটাই ছিল। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অন্যতম ভরসা ছিলেন তিনি। বিজেপির পক্ষ থেকে এই কারণে তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীও দেওয়া হয়েছিল। তাই খুব স্বাভাবিক ভাবেই ফলে জায়দীপের দলবদলে লোকসভা নির্বাচনের মুখে যথেষ্ট চাপের মুখে পড়ল বিজেপি। যদিও জায়দীপের বিজেপি ছাড়ায় দলের জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায় স্পষ্ট জানান, “জয়দীপ ঘোষ চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। ওর বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন মামলা রয়েছে। সেই ঘটনায় তাঁকে ভয় দেখিয়ে তৃণমূল নিজেদের দলে যোগদান করিয়েছে।” তবে যাঁর বিরুদ্ধে খুনের মামলা রয়েছে তাঁকে কেন বিজেপি নিরাপত্তা রক্ষী দিয়ে দলে রেখেছিলেন? এই প্রশ্নও উঠছে।
❤ Support Us