Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২৯, ২০২৪

পুষ্পা ২: দি রুলের সেটে নিষিদ্ধ মোবাইল

আরম্ভ ওয়েব ডেস্ক
পুষ্পা ২: দি রুলের সেটে নিষিদ্ধ মোবাইল

স্বাধীনতা দিবসে আসতে চলেছে এবছরের অন্যতম সেরা আকর্ষণ আল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা, জগপতি বাবু অভিনীত চলচিত্র পুষ্পা ২: দি রুল। পুষ্পা : দি রাইজ এর ব্যাপক সাফল্যের পর পরিচালক সুকুমার পুষ্পা ২: দি রুলকে আরও আকর্ষণীয় এবং জনপ্রিয় করার লক্ষে অক্লান্ত পরিশ্রম করছেন। সেই সঙ্গে ছবির অন্তিম দৃশ্য নিয়ে গোপনীয়তা বজায় রাখতে একাধিকবার অন্তিম দৃশ্যের শুটিং করেছেন তিনি। সেই সঙ্গে সিনেমার সেটে মোবাইল এবং কোনো রকম ছবি তোলার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

এই চলচিত্রে আগের মতোই পুষ্পার চরিত্রে আল্লু অর্জুন এবং শ্রীভাল্লির চরিত্রে রশ্মিকা মন্দানা অভিনয় করছেন । সেই সঙ্গে খলনায়কের ভূমিকায় আছেন দক্ষিনী চলচিত্রের পরিচিত মুখ , জগপতি বাবু। চলচিত্রের নায়ক আল্লু অর্জুনের সাম্প্রতিক সাক্ষাৎকার অনুযায়ী , পরিচালক সুকুমার এই চলচিত্রের পার্ট থ্রিও আনতে পারেন বলে শোনা যাচ্ছে।
পুষ্পা ২: দি রুল এর মুক্তির জন্য অধীর অপেক্ষায় আছেন পুষ্পাপ্রেমী দর্শকেরা


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!