- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৬, ২০২৪
কেজরিওয়ালের পদত্যাগ, দিল্লির মসনদে এবার কে ?

দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল ১৫ই সেপ্টেম্বর, রবিবার, ঘোষণা করেন যে দু-দিনের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করবেন। তিনি এও জানান, জনগণের আস্থা ফিরে না পাওয়া পর্যন্ত তিনি এই পদে ফিরবেন না। তিনি আগামী নভেম্নরেই এই রাজধানী শহরে নির্বাচনের দাবি জানান। যতক্ষণ না মানুষ তাকে “সততার শংসাপত্র” দেয় ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি বসবেন না বলেই জানান।
তিনি বলেন,“আমি মুখ্যমন্ত্রী হব, সিসোদিয়া উপ-মুখ্যমন্ত্রী তখনই হবে যখন লোকেরা বলবে আমরা সৎ।নির্বাচন না হওয়া পর্যন্ত, মুখ্যমন্ত্রী হিসাবে অন্য কেউ থাকবেন। মণীশ সিসোদিয়া এবং আমি দুজনেই মুখ্যমন্ত্রী হব না”।
কানাঘুষো শোনা যাচ্ছে, আম আদমি পার্টির অভ্যন্তরে বেশ কিছু নাম প্রস্তাবিত ও আলোচিত হয়েছে এই পদের দায়িত্ব গ্রহণের জন্য। খুব উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে বেশ অতিসির নাম। আম আদমি পার্টির গুরুত্বপূর্ণ একজন সদস্য অতিসি দিল্লির সরকার পরিচালনার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সামলেছে শিক্ষা, গণপূর্ত বিভাগ ও সংস্কৃতি ও পর্যটন বিভাগের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর। এছাড়া, উঠে এসেছে সৌরভ ভরদ্বাজের নাম, যিনি স্বাস্থ্য ও সতর্কতা বিভাগের দায়িত্ব সামলেছেন।
এমনকি, অরবিন্দ কেজরিয়ালের স্ত্রী সুনিতার নামও আলোচিত পয়েছে বলে শোনা যাচ্ছে।আলোচিত হয়েছে, সঞয় সিং-এর নামও, ২০১৮ সাম থেকে রাজ্যসভার সদস্য এই নেতাকে এই টাকা তছরুপের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল।
রবিবার সকালে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে দলীয় কার্যালয়ে পৌঁছান। উল্লেখযোগ্যভাবে, শুক্রবার রাতে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর এটি ছিল তার প্রথম সফর।
এর আগে শনিবার, কেজরিওয়াল দলের সিনিয়র নেতাদের সাথে একটি বৈঠক করেন যেখানে হরিয়ানার বিধানসভা নির্বাচন এবং জাতীয় রাজধানীতে পার্টি সংগঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল।
আপের সাধারণ সম্পাদক এবং সাংসদ সন্দীপ পাঠক এ এন আই-কে বলেছেন যে তাঁরা হরিয়ানায় পূর্ণশক্তির সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপের নেতা ও প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা সঞ্জয় সিং এবং গোপাল রাই। জেল থেকে ছাড়া পাওয়ার পর কেজরিওয়াল চাঁদগিরাম আখড়া থেকে তার সরকারি বাসভবনে রোড শো করেন।
❤ Support Us