Advertisement
  • দে । শ
  • জুন ৭, ২০২৪

হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনে তৃণমূলের মুখ কে ? শুরু চর্চা

আরম্ভ ওয়েব ডেস্ক
হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনে তৃণমূলের মুখ কে ? শুরু চর্চা

‘‌আমাদের জয়ের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। বসিরহাটে আর কোন অশান্তি চাই না।’‌ জয়ের পরে বললেন, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। ১০ বছর পর আবার সাংসদ হলেন হাজি নুরুল। সাংসদ হিসেবে তাঁকে পেয়ে খুশি বসিরহাটের তৃণমূলের সবস্তরের নেতা কর্মীরা। প্রতিদিন শুভেচ্ছা জানাতে ভিড় উপচে পড়ছে বহেরা গ্রামে হাজি নুরুলের বাড়িতে। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন সাংসদকে অভিনন্দন জানাতে। সম্বর্ধনার উত্তরে হাজি নুরুল ইসলাম বলেন, ‘‌আমার এই জয়ের পেছনে দলের সব নেতা কর্মীদের অবদান রয়েছে। ৩ লক্ষ ৩৩ হাজার ব্যবধান আমি প্রত্যাশা করিনি। এটা সম্ভব হয়েছে দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ওপর মানুষের ভরসার জন্য।’‌ তিনি বলেন, ‘‌বসিরহাটের দলের কর্মী সমর্থকদের কাছে একটাই অনুরোধ কোন বসিরহাটকে শান্ত রাখা। সবাই আনন্দ করুন কিন্তু অপরের নিরানন্দ কারণ হবেন না। কেউ যেন আমাদের থেকে আঘাত না পান।’‌ হাজি নুরুল বলেন, সাম্প্রদায়িক বিভেদ তৈরি যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য রাখা দরকার। সবাই মিলেমিশে আমরা থাকব। এটাই মমতা ব্যানার্জির স্বপ্ন । আমরা তাঁর সৈনিক হয়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার শপথ নিচ্ছি।’‌ বিধায়ক হিসেবে কতটা জনপ্রিয় ছিলেন হাড়োয়া বিধানসভা থেকে হাজি নুরুল ইসলামের ব্যবধান তা প্রমান করে দিয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম জয়ী হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫১৮ ভোটে। তার মধ্যে প্রায় ১ লক্ষ ১১ হাজার ব্যবধান শুধু হাড়োয়া বিধানসভা এলাকা থেকেই। এই কেন্দ্রে বারাসত ২ ব্লকের দাদপুর, কীর্তিপুর ১, ২, ফলতি বেলেঘাটা, শাসন একসময়ে বামেদের শক্ত ঘাঁটি থেকেই হাজি নুরুল প্রায় ৫৯ হাজার ভোট বেশি পেয়েছেন বিজেপি থেকে। হাড়োয়ার বিধায়ক হিসেবে তাঁর এই বিপুল ব্যবধান বলে দিচ্ছে এই বিধানসভার বিধায়ক হিসেবে তিনি মানুষের কত কাছাকাছি ছিলেন। হাড়োয়ার মানুষ সম্বর্ধনায় ভরিয়ে দিচ্ছেন হাজি নুরুল ইসলামকে। এদিন হাজি নুরুলকে সম্বর্ধনা দিতে তাঁর বাড়িতে হাজির ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বারাসত ২ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ ঘোষ প্রমুখ, তৃণমূল নেতা মেহেদি হাসান প্রমুখ। তবে এখন শুধু হাড়োয়া নয়। সাংসদ হিসেবে নুরুলকে সমাধানে সচেষ্ট হতে হবে বসিরহাট লোকসভার ৭ টা বিধানসভা কেন্দ্রের সমস্যা। তবে সেই অভিজ্ঞতা তাঁর আছে। ২০০৯ সালে বসিরহাট থেকেই জিতে সাংসদ হয়েছিলেন তিনি। হাজি নুরুল ইসলাম সাংসদ নির্বাচিত হওয়ায় হাড়োয়া বিধানসভার বিধায়ক পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। বিধানসভা উপনির্বাচন হবে হাড়োয়ায়। দল কাকে প্রার্থী করে সেটাই দেখার। খালেক মোল্লা, সফিক আহমেদ মাদার, একেএম ফারহাদ নাকি বাইরের কেউ হেভিওয়েট মুখ জল্পনা চলছে তা নিয়ে । হাজি নুরুলের জায়গায় বিধাসভায় কে সেটাই এখন চর্চার বিষয় হয়ে উঠেছে এখন থেকেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!