- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ৮, ২০২৩
ফাইনালের মঞ্চে আরও মহিলা ফুটবলারকে চুম্বন করেছিলেন রুবিয়ালেস, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
স্পেনের প্রাক্তন ফুটবল প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে উঠে এল আরও চাঞ্চল্যকর অভিযোগ। মহিলাদের বিশ্বকাপের ফাইনালে মঞ্চে শুধু স্পেনের তারকা হেনি হারমোসাকেই চুমু খাননি, ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জকেও নাকি জোরপূর্বক চুমু খেয়েছিলেন। এছাড়া ইংল্যান্ডের মিডফিল্ডার লৌরা কোম্বসের গালও স্পর্শ করেছিলেন স্পেনের এই প্রাক্তন প্রেসিডেন্ট। এমনই গুরুতর অভিযোগ করেছেন ইংল্যান্ড ফুটবল সংস্থার চেয়ারম্যান ডেবি হিউইট।
মহিলা বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণীর সময় রুবিয়ালেসের পাশেই ছিলেন হিউইট। ওইদিন রুবিয়ালেসের আচরণ হিউইটের কাছে অস্বস্তিকর বলে মনে হয়েছিল। ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির শুনানি সময় এই কথাই জানিয়েছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট। স্পেনের ফুটবল তারকা হেনি হারমোসাকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করে বিতর্কে জড়িয়েছেন লুইস রুবিয়ালেস। তাঁর আচরণ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে স্পেনের ফুটবলমহল। বিভিন্ন মহল থেকে চাপে পড়ে ১১ সেপ্টেম্বর রুবিয়ালেস পদত্যাগ করেন। ৩০ অক্টোবর ফিফা তাঁকে সবধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ফুটবল থেকে ৩ বছরের জন্য নির্বাসিত করে।
রুবিয়ালেসকে কেন নির্বাসিত করা হয়েছে, ফিফ র শৃঙ্খলা কমিটি বিশদভাবে ব্যাখ্যা করেছে। সেখানেই জানা গেছে, শুধু হারমোসা নয়, একাধিক মহিলা ফুটবলারের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন রুবিয়ালেস। আপাতত তাঁকে ৩ বছরের জন্য নির্বাসিত করা হলেও কঠিন সাজা অপেক্ষা করছে স্পেনের এই প্রাক্তন ফুটবল প্রেসিডেন্টের। শৃঙ্খলারক্ষা কমিটির শুনানির সামনে হিউইট জানান, “ওইদিন রুবিয়ালেসের আচরণ ছিল যথেষ্ট অস্বস্তিকর। শুধু হারমোসাকেই চুম্বন করেননি, লুসি ব্রোঞ্জকেও তাঁর ইচ্ছার বিরুদ্ধে চুম্বন করেছিলেন। এছাড়া লৌরা কোম্বসের গালও স্পর্শ করেন। হারমোসাকে চুম্বন করতে দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম।” রুবিয়ালেস অবশ্য হিউইটের সমস্ত বক্তব্যই মিথ্যা বলে দাবি করেছেন।
❤ Support Us