Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৩

বিঘ্নিত সংসদের নিরাপত্তা।মহীশূরের প্রতাপ সিং এর পদ খারিজের পক্ষে সওয়াল তৃণমূলের, পাল্টা যুক্তি গেরুয়া শিবিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিঘ্নিত সংসদের নিরাপত্তা।মহীশূরের প্রতাপ সিং এর পদ খারিজের পক্ষে সওয়াল তৃণমূলের, পাল্টা যুক্তি গেরুয়া শিবিরের

মহুয়া মৈত্রকে যদি লগইন,পাসওয়াার্ড আইডি বাইরে দিয়ে দেশবিরোধী কাজ করেন, তার জন্য যদি তাঁর সাংসদ পদ খারিজ হয় তাহলে সংসদে বুধবার যে সাংসদ এই দুজনকে সংসদে প্রবেশের পাস দিয়েছেন, মহীশূরের সেই বিজেপি সাংসদ প্রতাপ সিংয়ের কেন সাংসদ পদ খারিজ হবে না? এই প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক ও রাজ্যে মন্ত্রী শশী পাঁজা।

শশী পাঁজার এই দাবি খারিজ করে বিজেপি সাংসদ ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন,”আমাদের কাছে অনেকেই সংসদের অধিবেশন দেখার জন্য পাস চান। মঙ্গলবারই সংসদের সিকিওরিটি পার্সন আমার কাছে পাস চান। আমি তাঁকে পাস দিয়েছি। কোনও সাংসদের কাছে কেউ অধিবেশন দেখার পাস চায়, তাহলে সেই পাস তাকে না দিল সে তার সংসদ এলাকায় ফিরে গিয়ে বলবে, আমি সাংসদের কাছে পাস চেয়েছিলাম, সে দেয়নি। প্রতাপ সিংও সেভাবেই পাস দিয়েছেন। তিনি কী ভাবে বুঝবেন যিনি সংসদের অধিবেশন দেখার জন্য পাস নিয়েছেন তিনি কি করেন? এই মেশিনারি সাংসদের কাছে থাকে না। আমি বলছি, প্রতাপ সিং যদি পাস দিয়ে অন্যায় করে থাকে তাহলে তো পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করা উচিত। কেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী করেছিলেন।”

এদিকে যাদের সংসদ ভবনের ভিতরে ও বাইরে পুলিশ ধরেছে তাদের হাতে স্মোক স্প্রে পাওয়া গেছে। দিল্লি থানায় চারজনই আছে। এদের দুজন সংসদের ভেতরে ও দুজন সংসদের বাইরে পুলিশের হাতে ধরা পড়েছে।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সংসদের ভেতরের এই ঘটনা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। বিজেপি সাংসদের পাস নিয়ে সংসদে ঢুকেছে এরা। তাহলে কেন মহীশূরের বিজেপি সাংসদকে এখনও সংসদ থেকে বহিস্কার করা হবে না? এই দায় পুরো নরেন্দ্র মোদি, অমিত শাহর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!