- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৪
বসিরহাট, বাদুড়িয়া , হাসনাবাদের পুজো গাইড প্রকাশ করল জেলা পুলিশ। আলোকিত হল বসিরহাট সেতু।

কিউ আর কোড স্ক্যান করলেই মিলবে বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়ার পুজো মন্ডপের পথনির্দেশ। আপৎকালীন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের ফোন নম্বর। আজ, বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে পুজো গাইড প্রকাশিত হল। বসিরহাট, বাদুড়িয়া , হাসনাবাদ থানা এলাকার বড় পুজো গুলি নিয়ে ১১ পাতার গাইড ম্যাপ প্রকাশ পেল। পাশাপাশি কিউ আর কোড স্ক্যান করে মোবাইল অ্যাপেও মিলবে বসিরহাট, বাদুড়িয়া, টাকির পুজো গুলির দিকনির্দেশ। আজ , বসিরহাট টাউন হলে শহরের পুজো গাইড প্রকাশ করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, জেলা পরিষদের সহ সভাধিপতি বীনা মন্ডল, বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, জেলা পুলিশ সুপার ডাঃ হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ প্রমুখ। পুজোর যানজট মুক্ত রাখতে ৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিকেল ৪ টে থেকে ভোর ৪ টে পর্যন্ত বসিরহাট, বাদুড়িয়া, হাসনাবাদ থানার গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে বাস, টোটো , মটরভ্যান, পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের সব থানার আধিকারিকদের ফোন নম্বর সহ গুরুত্বপূর্ণ দপ্তরের ফোন নম্বর রয়েছে গাইডে। বৃ্ষ্টিকে হার মানিয়ে উৎসবের চেহারা নিয়েছে বসিরহাট শহরে। এদিন বসিরহাট পুরসভার উদ্যোগে ইছামতী সেতু নতুন করে আলোকিত করা হয়েছে। বসিরহাটের পুরপ্রধান অদিতি রায় চৌধুরি তার উদ্বোধন করেন। দীর্ঘদিন সেতু অন্ধকারে ডুবে ছিল। মানুষ বিশেষ করে মহিলারা নিরাপত্তার অভাব বোধ করতেন। পুজোর আগেই পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটবাসী।
❤ Support Us